Solanki Roy

Solanki Roy: কার হাত ধরে ‘কাদম্বিনী গঙ্গোপাধ্যায়’ প্রথম নিউজিল্যান্ডে গিয়েছিলেন, জানেন?

‘খড়ি’র দাবি, ‘‘ভারতে বোধ হয় আমিই এক মাত্র অভিনেত্রী, যে দাম্পত্যের খাতিরে ভারত-নিউজিল্যান্ডের নিত্যযাত্রী!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:১০
Share:

শোলাঙ্কি রায়।

এমন অজানা ধাঁধা সম্প্রতি ফাঁস হয়েছে দিদি নম্বর ১-এর মঞ্চে। সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ছোট পর্দার ‘কাদম্বিনী’র বাস্তব বাবা সাধন রায়! তাঁর কথায়, প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম মেয়ে বিয়ে করে নিউজিল্যান্ডে যাচ্ছে। মেয়ের মাকেও বলেছিলাম, ‘‘তৈরি থাকো। তোমার মেয়ে বিদেশে চলে যাচ্ছে।’’ গল্পের মতো শুনতে লাগলেও সত্যি। এমনটাই নাকি ঘটিয়েছেন ‘কাদম্বিনী’ শোলাঙ্কি রায়! যিনি ৪ ফেব্রুয়ারি বড় পর্দায় আসছেন দুই যমজ সন্তানকে নিয়ে। যিশু সেনগুপ্তের হাত ধরে। ধারাবাহিক ‘গাঁটছড়া’য় তাঁর বিয়ে হবে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে!

Advertisement

বাস্তবে শোলাঙ্কি বিয়ে করেছেন কাকে? আড্ডা দিতে দিতে শোলাঙ্কি বলেছেন, ‘‘তখন আমার সদ্য প্রেম ভেঙেছে। মন খারাপ। সেই সময় দলের এক বন্ধু পরিচয় করিয়ে দেন এক সুপুরুষের সঙ্গে। নিউজিল্যান্ডে থাকেন। সেখানকার ক্রিকেট দলের খেলোয়াড়। কথা বলতে বলতে ভাল লেগে যায়। আমরা বন্ধু হই। বেশ কিছু দিন যাওয়ার পরে ঠিক করি, বিয়ে করব।’’

অভিনেত্রীর বাবার কথায়, প্রায়ই বাড়িতে বন্ধুদের নিয়ে আসতেন তাঁর মেয়ে। এক দিন সেই দলে তাঁর হবু জামাই-ও ছিলেন। শোলাঙ্কি আলাপ করিয়ে দেন মা-বাবার সঙ্গে। সবাই মিলে আড্ডা দেন। তার পর মেয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যেতেই সাধনবাবু তাঁর স্ত্রীকে বলেন, মেয়ে আর বেশি দিন বাড়িতে নেই! সাতপাক ঘুরে উড়ে যাবে খুব শিগগিরি। শোলাঙ্কির মতে, হাতে কাজ না থাকলেই তিনি উড়ে যান স্বামীর কাছে। বেশ কয়েক মাস থেকে চুটিয়ে সংসার করেন। আবার ফিরে আসেন কলকাতায়। তাঁর কাজের দুনিয়ায়। তার পরেই হাসতে হাসতে ‘খড়ি’র দাবি, ‘‘ভারতে বোধ হয় আমিই এক মাত্র অভিনেত্রী, যে দাম্পত্যের খাতিরে ভারত-নিউজিল্যান্ডের নিত্যযাত্রী!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement