Entertainment News

‘বালিকা বধূ’ আনন্দী এখন কী করছেন জানেন?

২২ বছর বয়স হল অভিকার। এই মুহূর্তে তিনি কী করছেন জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ১৪:০৪
Share:

‘আনন্দী’র লুকে অভিকা।

গা ভর্তি গয়না। ঘাগরা-চোলি। টিপ। বিনুনি। আর হাসিমুখ। কখনও বা গাল ফুলিয়ে রাগ করছে। কখনও হাসছে আপন মনে। ঠিক এ ভাবেই এক সময় ‘বালিকা বধূ’ আনন্দীকে চিনেছিলেন হিন্দি টেলিভিশনের দর্শক। ‘বালিকা বধূ’ ওরফে অভিকা গৌর। সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। আজ তিনি বার্থডে গার্ল।

Advertisement

২২ বছর বয়স হল অভিকার। এই মুহূর্তে তিনি কী করছেন জানেন?

‘আনন্দী’র চরিত্রে অভিনয় করে রাজীব গাঁধী জাতীয় পুরস্কার-সহ বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন অভিকা। তার পর ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করেন। ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’তেও অভিকা নজর কেড়েছিলেন।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

শুধু টেলিভিশন নয়। ‘আই, মি, মাইসেল্ফ’ শর্ট ফিল্ম নিয়ে ২০১৭-এ কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছিলেন অভিকা। নাচ তাঁর প্যাশন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের নাচের পারফরম্যান্সের ভিডিয়ো পোস্ট করেন। নাচ এবং অভিনয়েই নিজের কেরিয়ার তৈরি করতে চান বলে প্রকাশ্যে জানিয়েছেন অভিকা।

আরও পড়ুন, রাজনীতি, শুটিং… বিয়ের পর নতুন জীবনে কেমন আছেন নুসরত?


অভিকা এখন যেমন।

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement