Entertainment News

দত্তক নিয়েছেন, মেয়েকে কী ভাবে জানিয়েছিলেন সুস্মিতা?

সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশা। তিনি যে রেনের জন্মদাত্রী মা নন, সে কথা জানিয়েছিলেন স্পষ্ট ভাবেই। কিন্তু কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৬:২৪
Share:

মেয়ের সঙ্গে সুস্মিতা সেন।

নিজের শর্তে বাঁচতে ভালবাসেন সুস্মিতা সেন। জীবন উপভোগ করতে চান প্রতি মুহূর্তে। কখনও বয়সে ছোট বয়ফ্রেন্ড। কখনও বা সিঙ্গল মাদার হিসেবে দুই দত্তক সন্তানের দায়িত্ব নেওয়া— সামাজিক অনুশাসনের বাইরে গিয়ে নিজের ইচ্ছেয় অনেক কাজই করেছেন নায়িকা। সবেচেয়ে বড় কথা, এ সব সিদ্ধান্ত কখনও লুকিয়ে রাখেননি।

Advertisement

সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশা। তিনি যে রেনের জন্মদাত্রী মা নন, সে কথা জানিয়েছিলেন স্পষ্ট ভাবেই। কিন্তু কী ভাবে?

সম্প্রতি সুস্মিতা জানিয়েছেন, খেলার ছলে রেনেকে জানিয়েছিলেন তিনি দত্তক নিয়েছেন তাকে। ‘‘বায়োলজিক্যাল খুব বোরিং। তোর জন্ম হয়েছে হদয় থেকে, বলেছিলাম মেয়েকে’’ শেয়ার করেছেন সুস্মিতা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

শুধু তাই নয়। ১৮ বছর বয়স হলে রেনেকে তার জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করার অনুমতিও দিয়েছেন সুস্মিতা। মেয়েদের সঙ্গে তিনি বন্ধুর মতোই ব্যবহার করেন। তাই কোনও সত্যি লুকিয়ে রাখতে চান না। বরং মেয়েদের মতামতেরও গুরুত্ব দিতে চান। তাই ১৮ বছর বয়স হলে আদালতে গিয়ে বায়োলজিক্যাল বাবা-মায়ের নাম জেনে, তাদের সঙ্গে দেখাও করতে পারে রেনে।

আরও পড়ুন, কপিলের শো-এ কেন গেলেন না? সুনীল বললেন…

১৬ বছরের রেনে মায়ের বর্তমান প্রেমিক রোহমান শালকে মেনে নিয়েছে সহজ ভাবেই। ১৮ বছর বয়স হলে আদৌ সে জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করে কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, কপিলের চেহারা জিনগত ভাবেই আলাদা, অনুকরণ করা কঠিন: রণবীর

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement