Rukmini Maitra

রুক্মিণীর সিঁদুর পরা ছবি দেখে কী বললেন দেব?

‘‘আবির খুব সাহায্য করেছে আমায়। ও জানে আমি নতুন। আমার অসুবিধেগুলো ঠিক কী? সেটা বুঝে ও আমাকে কমফর্টেবল করেছে। যাতে আমি সহজে অভিনয়টা করতে পারি।’’

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৯
Share:

আবির ও রুক্মিণী।

শিবু আর রুমি। খোলা ছাদে নাচছেন।

Advertisement

আসলে এই ‘শিবু’ হলেন আবির মুখোপাধ্যায় আর ‘রুমি’ রুক্মিণী। তাঁর নতুন নায়কের জন্য সিঁদুর পরেছেন!

এই সিঁদুর পরা লুক দেখে কী বললেন দেব?

Advertisement

‘‘দেব বলেছে, আমায় খুব সুন্দর লাগছে’’, লজ্জা লজ্জা গলায় আনন্দবাজার ডিজিটালকে বললেন রুক্মিণী।

নিজেকে ভাঙছেন অভিনেত্রী রুক্মিণী। আবির-রুক্মিণীর নতুন ছবি ‘সুইৎজারল্যান্ড’ আসছে এই গরমে। পরিচালক শৌভিক কুণ্ডু। আর সেই ছবিরই ফার্স্টলুকে তোলপাড় টলিপাড়া।

শুটিংয়ের মাঝে আবির ও রুক্মিণী ব্যস্ত ছবি তুলতে

আবির স্বচ্ছন্দে নেচেছেন এই ছবির জন্য। আর রুক্মিণীর পারফরমেন্স নিয়েও তিনি যারপরনায় আপ্লুত!

আরও পড়ুন: ‘মিথ্যেটাকেই বিশ্বাস করতে চেয়েছিলাম’

‘‘রুক্মিণী নিজের হোমওয়ার্ক করে ফ্লোরে আসে। ওর হাতে স্ক্রিপ্ট আর রাইটিং প্যাড। ফটোশুটেই মনে হয়েছিল ও বেশ প্রস্তুত!’’ এর আগে সংবাদমাধ্যমে বলেছেন আবির।

দিন-রাত শুট চলছে ‘সুইৎজারল্যান্ড’ -এর। তা-ও আবার খোলা ছাদে।

আরও পড়ুন: ডিসেম্বরেই বিয়ে করছেন আলিয়া-রণবীর

‘‘ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাতে শুট করছি আমরা। সারা রাত শিশির পড়ছে। দিন-রাতের এই পরিশ্রমে পুরো টিম সহযোগিতা করছে। এই প্রোডাকশন ইউনিট খুব-ই ভাল’’, বললেন রুক্মিণী। জিতের প্রযোজনা সংস্থা থেকেই প্রযোজিত হতে চলেছে রুক্মিণী-আবির জুটির এই ছবি। কী প্রতিক্রিয়া জিতের? রুক্মিণী বলছেন, ‘‘সেটা জিৎকেই জিজ্ঞেস করলে ভাল হয়। তবে জিতের প্রোডাকশন টিম খুবই এক্সাইটেড।’’

আবিরকে কেমন লাগল? প্রশ্নটা করতেই উত্তেজিত রুক্মিণী, ‘‘আবির খুব সাহায্য করেছে আমায়। ও জানে আমি নতুন। আমার অসুবিধেগুলো ঠিক কী? সেটা বুঝে ও আমাকে কমফর্টেবল করেছে। যাতে আমি সহজে অভিনয়টা করতে পারি।’’

এই শীতে জমে গিয়েছে আবির-রুক্মিণীর কেমিস্ট্রি, যা গরমে উষ্ণতা ছড়াবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement