কবিতার নাম হোলি খেলা নয়, ‘হোরিখেলা’। আবৃত্তি করে সে কথা মনে করালেন বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। রবি ঠাকুরের এই কবিতায় কি কোনও রাজনৈতিক বার্তা অন্তর্নিহিত? জবাব দিলেন সুজয়প্রসাদ। পাশেই ছিলেন সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য। করোনা কালে অনেকের মতো শিল্পীদেরও দিন কেটেছে ঘরবন্দি হয়ে। চেনা মঞ্চ আলো, শ্রোতাদের উন্মাদনা— সব কিছুর বাইরে নিভৃত সময়ে কেমন কেটেছে সোমলতার? জানালেন গায়িকা। মঞ্চের অনু্ষ্ঠান বন্ধ থাকাকালীন সঙ্গীতশিল্পীর মতোই সহশিল্পীরা অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগেছেন। তাঁদের পাশেও দাঁড়িয়েছিলেন সোমলতা। জানালেন সেই অভিজ্ঞতা।