আবার বসন্তের রং মাখার সময় এসেছে। আনন্দোৎসবে যেন খামতি না পড়ে। কিন্তু করোনার সময়ে স্বাস্থ্যবিধির সঙ্গে কোনও বোঝাপড়া নয়। সব মাথায় রেখে পালন করা হল উৎসব। অতিমারির বেরঙা দিনগুলো ভুলিয়ে দিল এই উৎসবের রং। টলিউডের শিল্পীদের উপস্থিতিতে রঙিন হয়ে উঠল নোভোতেল (নিউ টাউন)। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, ‘‘চার দিকটা বিষাদের উগ্র রঙে ভরে গিয়েছে। এই উৎসবের আসল উদ্দেশ্য, সেই রং মুছে আনন্দ ও মিলনের রং ভরে দেওয়া।’’ তেমনটাই হল দোলের দিন। আনন্দবাজার ডিজিটাল হাত মেলাল টলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে। আনন্দবাজার ডিজিটালের সম্পাদক অনিন্দ্য জানা বললেন, ‘‘সুখ এবং সমৃদ্ধির সঙ্গে আরও একটি শব্দ এই বন্ধনীতে ঢুকেছে, তার নাম হল সুরক্ষা।’’ সে সব মেনেই নাচ-গান-কবিতা-আড্ডায় মাতলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও সোমলতা আচার্য-সহ বাকি অতিথিরা। সোমলতার গাওয়া ‘শেষ বেলা’ দিয়ে শুরু হল বেলা শুরুর গান।