প্রচারের ব্যস্ততার মাঝে কিছু ক্ষণের প্রাণ খোলা আড্ডা। উপস্থিত হলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অন্যের ক্ষতি করে নিজের আনন্দের জন্য রং খেলতে চান না তিনি। ছোটবেলার দোলের অভিজ্ঞতাও জানালেন তৃণমূলকর্মী। দরাজ গলায় গান ধরলেন ‘খড়কুটো’- ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘পটকা’ অম্বরীশ ভট্টাচার্য। ‘সখী, ভাবনা কাহারে বলে’ গানে অম্বরীশের সঙ্গে গলা মেলালেন অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায়। সুরে সুর মেলালেন আনন্দবাজার ডিজিটালের সম্পাদক অনিন্দ্য জানাও। নিজেদের প্রেম জীবনের খুঁটিনাটি নিয়ে গল্প জুড়লেন খেয়া ও আদিত্য। তাঁদের দীর্ঘ প্রেমে বসন্তের ভূমিকা অনঃস্বীকার্য। প্রথম বার একসঙ্গে গেয়ে উঠলেন যুগল, বললেন ‘তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়’। আদিত্যর মা অভিনেত্রী খেয়ালি দস্তিদার তাঁর নাট্যদলের বসন্ত উৎসবের গল্প বললেন দর্শকদের। রং মাখা, জমাটি আড্ডা, ভাং-কাহিনি শোনালেন তিনি।