দিতিপ্রিয়া রায়

সামনেই পরীক্ষা, তবু দোল খেলায় ‘না’ নেই দিতিপ্রিয়ার

কখনও পাউট করে ছবি তুলছেন আবার কখনও গালে হাত। মাথায় পাগড়ি পরে সবুজ-বেগুনি আবিরে রানি মা তখন একেবারে অন্য মেজাজে। আত্মীয় পরিজনদের সঙ্গে সেলফিও তুললেন।

Advertisement

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ১৯:২৯
Share:

নানা মুডে দিতিপ্রিয়া। নিজস্ব চিত্র।

পরীক্ষা সামনেই। তারই ফাঁকে দোল খেলায় মাতলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রতি বারের মত বড় করে নয়। ঘরোয়া ভাবে কাছের মানুষদের সঙ্গেই পালন করলেন বসন্ত-উৎসব।

Advertisement

আর উৎসবের সেই সব ছবি দিতিপ্রিয়া শেয়ার করে নিলেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে। সারা মুখে রং মাখা দিতিপ্রিয়াকে যেন চেনাই দায়!

কখনও পাউট করে ছবি তুলছেন আবার কখনও গালে হাত। মাথায় পাগড়ি পরে সবুজ-বেগুনি আবিরে রানি মা তখন একেবারে অন্য মেজাজে। আত্মীয় পরিজনদের সঙ্গে সেলফিও তুললেন।

Advertisement

দোল খেলার আগে

প্রতি বারই বড় করে তাঁর বাড়িতে দোল উৎসব পালন করা হয়। আমন্ত্রণ জানানো হয় ইন্ডাস্ট্রির চেনা মুখেদেরও। তবে এ বারে তাঁর বাড়ির চেনা চিত্রটা কিছুটা ভিন্ন। দিতিপ্রিয়া বলছিলেন, “একেবারেই ঘরোয়া ভাবে পালন করা হয়েছে এ বার। আবির খেলেছি। সামনে পরীক্ষা। সেই চিন্তাও রয়েছে।”

রানি মাকে এ ভাবে আগে দেখেছেন নেটাগরিকেরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement