হিন্দি অ্যানিমেশনে গুপী-বাঘা

শিল্পার ছবি কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে। এবং সমকালীন দৃষ্টিভঙ্গি থেকে বানানো।  ‘‘আমি ছোটবেলায় সত্যজিৎ রায়ের ছবিটা দেখেছি। কিন্তু আমার ছবিটা বই থেকে অ্যাডপ্টেড। সন্দীপ রায়ের সঙ্গে কথা বলে ওঁর অনুমতি নিয়েই কাজটা করেছি।’’

Advertisement
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

অ্যানিমেশন

বড় পর্দাতেই আবার ফিরে আসতে চলেছে ‘গুপী গাইন বাঘা বাইন’। তবে এ বার তা হিন্দিতে এবং অ্যানিমেশনে। পরিচালক শিল্পা রানাডের এটি প্রথম ছবি। তিনি পেশায় ইলাস্ট্রেটর এবং অ্যানিমেটর। প্রথম ছবি হিসেবে ‘গুগাবাবা’কেই বাছলেন কেন? ‘‘গল্পটা ভীষণ ফ্যাসিনেটিং। অ্যানিমেশন ফিল্মের জন্য একদম যথাযথ। আমি গুলজ়ারসাবের ছোটদের গল্পগুলোর ইলাস্ট্রেশনের কাজ করছিলাম। সেখান থেকেই এই ছবির বিষয়টা মাথায় আসে।’’

Advertisement

শিল্পার ছবি কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে। এবং সমকালীন দৃষ্টিভঙ্গি থেকে বানানো। ‘‘আমি ছোটবেলায় সত্যজিৎ রায়ের ছবিটা দেখেছি। কিন্তু আমার ছবিটা বই থেকে অ্যাডপ্টেড। সন্দীপ রায়ের সঙ্গে কথা বলে ওঁর অনুমতি নিয়েই কাজটা করেছি।’’ পরিচালক তাঁর ছবির নাম ‘গুপী গাইন বাঘা বাইন’-ই রেখেছেন। আগামী মার্চ মাসে ছবির মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement