হিনা খান। ছবি-সংগৃহীত।
স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। তাই বলে তাঁর মনের জোর কমে যায়নি একটুও। এর আগে নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এই কঠিন সময় নিয়ে ভয় পাচ্ছেন না তিনি। হিনার বিশ্বাস এই কঠিন সময়ে তাঁর লড়াই মানুষকে অনুপ্রেরণা জোগাবে।
মারণ রোগের সঙ্গে বহু নারী ও পুরুষ প্রতিনিয়ত লড়াই করছেন। তাঁদের উদ্দেশে একটি পোস্ট করেছেন হিনা। তিনি লিখেছেন, “যে সকল নারী ও পুরুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন, তাঁদের জন্য লিখছি। আশা রাখি, আমি যেন সাহস রাখতে পারি যাতে বহু মানুষ তাঁদের ভালর জন্য আমার সফর থেকে উদ্বুদ্ধ হতে পারেন।”
স্তন ক্যানসারে অস্ত্রোপচার হলে শরীরে যে ক্ষত তৈরি হয়, তা নিয়ে ভাবছেন না হিনা। অভিনেত্রী তাঁর পোস্টে লিখছেন, “মনে রাখবেন, আমাদের শরীরে ক্ষত তৈরি হতে পারে। কিন্তু আমরা যেন একদম ভয় না পাই।”
দু’দিন আগে আর একটি পোস্টে হিনা লিখেছিলেন, “এই সময়টাও পার হয়ে যাবে”। মারণ রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করতেই হিনাকে নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনার বার্তা দিয়েছেন।
বিনোদন জগতের তারকারাও তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন। ক্যানসারজয়ী মহিমা চৌধুরী এক বার্তায় বলেছেন, “তুমি একজন যোদ্ধা। আর আমি জানি, তুমি সুস্থ হয়ে উঠবে। লক্ষ লক্ষ মানুষ তোমার আরোগ্য কামনা করছেন। এই সময়টা আমি তোমার হাত শক্ত করে ধরে রাখব।”
এই কঠিন সময়ে হিনার পাশে থাকার বার্তা দিয়েছেন মৌনী রায়, করিশমা তন্না, জেনিফার উইংগেট, দিশা পরমর ও সুনীতা রাজওয়ার-সহ আরও অনেকে।