Hina Khan

জারি রয়েছে ক্যানসারের বিরুদ্ধে লড়াই, এর মধ্যেই কি বিয়ে করছেন হিনা খান! পাত্র কে?

হিনার প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাঁদের। এ বার কি সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রকি-হিনা? কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬
Share:

বিয়ে করছেন হিনা খান! ছবি: সংগৃহীত।

ক্যানসার কোনও ভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনা খানকে। মারণ রোগকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিক বার সমাজমাধ্যমে তুলে ধরেছেন। তবে সব যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন তিনি। কখনও হেঁটেছেন মার্জার সরণি ধরে, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। সময়টা কঠিন, আর এই পরিস্থিতিতে সর্ব ক্ষণ যিনি রয়েছেন হিনার পাশে, তিনি হিনার প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাঁদের। এ বার কি সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রকি-হিনা? কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

Advertisement

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাঁদের আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এই ভাবে হাত হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাঁদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তার পর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তাঁর কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে কেরিয়ারই প্রাধান্য পাচ্ছে তাঁদের জীবনে। আগামী দু’তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছের কথা জানান অভিনেত্রী। কিন্তু তাঁর মাঝে কঠিন অসুখ হিনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement