অভিনেত্রী ইশা সাহা, এই ছবির ‘টুকু’।
ফ্রেব্রুয়ারি মাঝামাঝি। সরস্বতী পুজো শেষ। এ বছরের মতো শীত চলে যাওয়ারই কথা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে যদিও এখনও বরফ পড়ছে বিভিন্ন এলাকায়। তবে কলকাতায় রোদ্দুরের আঁচ টের পাওয়া যাচ্ছে। আর ভোরের হাওয়ায় শেত শীতের গন্ধ। সেই গন্ধ মেখেই শীত ধরে রাখলেন ‘সোয়েটার’ টিম। রবিবার মুক্তি পেল শিলাদিত্য মৌলিক পরিচালিত এ ছবির ফার্স্ট লুক।
লাল পোশাকের যে মেয়েটি সোয়েটার বুনছে তার চোখে কীসের যেন ভয়। যেন আত্মবিশ্বাসের অভাব তার। মেয়েটি অর্থাত্ অভিনেত্রী ইশা সাহা। এই ছবির ‘টুকু’।
‘টুকু’ ঠিক কেমন? আন্ডার কনফিডেন্ট, কনফিউজড। কী করা উচিত, কী করবে না, সব সময় ভাবছে সে। বাবা-মায়ের অবহেলা পেয়েছে। এ হেন ‘টুকু’ প্রেমও করে। সেখানেও প্রেমিক কন্ট্রোল করে তাকে। আসলে সকলেই মেয়েটিকে ডমিনেট করার চেষ্টা করে। এর পর এক অদ্ভুত শর্ত নিয়ে অদ্ভুত বিয়ের সম্বন্ধ আসে টুকুর। সেখান থেকে শুরু হয় ‘সোয়েটার’-এর জার্নি।
আরও পড়ুন, ‘ক্লাস নাইনে প্রথম চিরকুট পেয়েছিলাম’
ইশা ছাড়াও শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সিধু, খরাজ মুখোপাধ্যায়, ফারহান ইমরোজ, অনুরাধা মুখোপাধ্যায়, সৌরভ দাশের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। প্রযোজনার দায়িত্বে পিএএস এন্টারটেনমেন্টস্ এবং প্রমোদ ফিল্মস্।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)