Hema Malini

হেমা মালিনীর পিঠে হাত, বিরক্ত হয়ে কী করলেন অভিনেত্রী-সাংসদ?

মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হেমা। সেখানেই এমন এক ঘটনায় চোখেমুখে বিরক্তি মথুরার সাংসদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ২০:৪০
Share:

হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ অস্বস্তিদায়ক এবং তা লিঙ্গ নির্বিশেষে। সেই বক্তব্যই যেন ফের স্পষ্ট হল। এ বার ঘটনাটি ঘটল অভিনেত্রী ও মথুরার সাংসদ হেমা মালিনীর সঙ্গে। বিরক্তি প্রকাশ করে কী করলেন বর্ষীয়ান অভিনেত্রী?

Advertisement

মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হেমা। সেখানেই এক অনুরাগী তাঁর সঙ্গে ছবি তোলার জন্য পাশে এসে দাঁড়ান। এর পর অভিনেত্রীর অনুমতি না নিয়েই সোজা তাঁর পিঠে হাত দেন ওই মহিলা। আর তাতেই অপ্রস্তুত হন হেমা। মুহূর্তে ওই মহিলার হাত সরিয়ে বলেন, ‘‘গায়ে হাত দেবেন না।” ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে পড়েন ওই মহিলা। হাত সরিয়ে নেন তিনি। যদিও অভিনেত্রীর গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তোলেন। তাতেও ইতস্তত বোধ করেন সাংসদ।

দূরে সরে গেলেও ছবি তোলা থেকে রেহাই পাননি। ঘটনায় যে হেমা বেশ বিরক্ত, তা স্পষ্ট প্রকাশ পাচ্ছিল তাঁর অভিব্যক্তিতে। অভিনেত্রীর এই প্রতিক্রিয়াকেই সমর্থন করেছেন কেউ কেউ। আবার অনেকে বিরক্তি প্রকাশও করেছেন তাঁর আচরণে। কেউ লিখেছেন, ‘‘কাউকে এ ভাবে ছোঁয়াটা মোটেও উচিত নয়।” কারও মতে হেমা অতিরিক্তি প্রতিক্রিয়া দেখিয়েছেন। কারও কথায়, ‘‘লোকে যে কেন এদের সঙ্গে ছবি তুলতে যায় বুঝি না!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement