Heeramandi Alamzeb

মামা সঞ্জয় লীলা ভন্সালী, তাই সুযোগ পেয়েছেন হীরামন্ডি-তে! অভিযোগে ফুঁসে উঠলেন শরমিন

বার বার স্বজনপোষণের অভিযোগ উঠছে সঞ্জয় লীলা ভন্সালীর বিরুদ্ধে। সত্যিই কি ভাগ্মি বলেই শরমিনকে এমন একটা সুযোগ করে দিলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২০:৫৩
Share:

(বাঁ দিকে) সঞ্জয় লীলা ভন্সালী, (ডান দিকে)শরমিন সেগল। ছবি: সংগৃহীত।

‘হীরামন্ডি’ সিরিজের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হল শরমিনের। যদিও ইন্ডাস্ট্রিতে তাঁর হাতেখড়ি অবশ্য ক্যামেরার পিছনে থেকেই। মামা সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘রাম লীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’-র ইউনিটে সহকারী ছিলেন শরমিন। কিন্তু মনে মনে তত দিনে বেড়েছে অভিনয়ের ইচ্ছে। প্রাণপণে তা লুকিয়ে রাখতেন। কিন্তু ‘বাজিরাও মস্তানি’র সেটে ধরা পড়ে যান তিনি।

Advertisement

ভাগ্নির সুপ্ত ইচ্ছে ধরা পড়ে যায় পরিচালক মামার নজরে। শেষমেশ সুযোগ আসে মামার প্রথম ওয়েব সিরিজ়ে। ‘আলমজ়েব’-এর চরিত্রে দেখা যায় শরমিনকে। কিন্তু সিরিজ়টি মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হচ্ছে শরমিনকে। বার বার স্বজনপোষণের অভিযোগ উঠছে ভন্সালীর বিরুদ্ধে। সত্যিই কি পরিচালকের ভাগ্নি বলেই অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন শরমিন?

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-য় ‘হীরমন্ডি’-র আরও পাঁচ অভিনেত্রীর সঙ্গে আসেন শরমিন। সেখানেই কপিল তাঁকে বলে বসেন, মামা এত বড় পরিচালক, তাই খুব সহজেই নিশ্চই সুযোগ পেয়ে গিয়েছেন!

Advertisement

তাতেই আপত্তি জানিয়ে শরমিন বলেন, ‘‘একেবারেই না! ১৬ বার অডিশন দিতে হয়েছে, তার পর ডাক পেয়েছি। প্রায় এক বছর ধরে নিজেকে তৈরি করেছি।’’ তবে বিখ্যাত মামার ভাগ্নি হওয়ার সমস্যাও কম নয়। প্রতি মুহূর্তে তুলনা, প্রমাণ করে যেতে হবে যোগ্যতা। শরমিন যতই বলুন নেটাগরিকরা তাঁর কথা মানতে নারাজ। বরং শরমিনকে একের পর কটাক্ষের মুখেই পড়তে হচ্ছে। তাঁকে নিয়ে নিরন্তর হাসহাসি চলেছে নেটপাড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement