রানা ডাগ্গুবতী। বিখ্যাত দক্ষিণী অভিনেতা। বোল্ড স্টাইলের জন্য বেশ পরিচিত। বাহুবলী খ্যাত অভিনেতার বাড়ির অন্দরসজ্জাও চোখ ধাঁধানো।
রানার মোট সম্পত্তির পরিমাণ ১৩০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে তাঁর বাড়ি, যার আনুমানিক দাম ৫ কোটি টাকা। হায়দরাবাদের বাড়িতে বাবা-মা ও ভাই-বোনের সঙ্গেই থাকেন রানা।
২০১৫ সালে এই বাড়ি কেনেন তিনি। বাড়িতে বিশাল একটা লিভিং স্পেস রয়েছে। বাড়ির মধ্যে দিয়েই যেন নিজের গল্প বলতে চান রানা। তাঁর সবচেয়ে প্রিয় বইগুলোর জন্য আলাদা জায়গা রেখেছেন যেগুলি গাছের ডালের মতো। বেড়াতে গেলেও তাঁরা জন্য সেখান থেকে বই আনেন বাড়ির সদস্যরা।
লিভিং রুমের অন্দরে রয়েছে কাঠ ও চকোলেট বাদামী রঙের ছোঁয়া। রয়েছে অল্প লালও।
বাড়িতে রয়েছে একটি ছোট্ট পানশালা। হাতে তৈরি ‘রিসাইকেলড গ্লাস’, মগ রয়েছে তাতে।
কালো বা কাঠের প্রাকৃতিক রঙের আসবাবপত্র সবচেয়ে বেশি পছন্দ রানার। কোনওটা হয়তো স্পিকারের মতো দেখতে, আবার কোনওটা চেয়ারে মানুষ বসলে যেমন দেখায়, তেমন।
ঋকবেদ থেকে কমিকস, সবরকমের বই রয়েছে বাড়ি জুড়ে। তবে পুরাণ পড়তে সবচেয়ে ভালবাসেন। অন্দরের কিছু অংশে সেই ছোঁয়াও রয়েছে।
ছবির পোস্টার আর ছবির দৃশ্যও রয়েছে ফ্রেমে বাঁধানো। মার্লন ব্র্যান্ডো, মহম্মদ আলি, উমা থুরম্যান, অড্রে হেপবার্নও রয়েছেন ছবিতে।