জিয়াগঞ্জ টু কলকাতা। গুগল ম্যাপ বলছে দূরত্ব ২১৯ কিমি। দাদা পেরেছিলেন মুর্শিদাবাদের মফস্সল থেকে এসে কলকাতা-মুম্বই ঘুরে সুরের জাদুতে বিশ্বজয় করতে। দাদার দেখানো পথেই যাত্রা শুরু করেছেন অমৃতা সিংহ। গানও গেয়ে ফেলেছেন টলিউডে।
সম্পর্কে গায়ক অরিজিৎ সিংহের বোন তিনি। অরিজিৎ এবং অমৃতার বয়সের ফারাক সাড়ে চার বছরের।
অমৃতার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি মা’য়ের কাছে। তাঁর মা-ও গানের জগতের সঙ্গে যুক্ত বহু দিন ধরেই। এর পর মা’র গুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারি এবং দাদা রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছে গান শিখতে শুরু করেন অমৃতা সিংহ।
এর পর কলকাতায় এসে দু’বছর কৌশিকী চক্রবর্তীর কাছেও তালিম নিয়েছেন তিনি।
তাঁর প্রথম টলিব্রেক মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি'-তে। সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়ই প্রথম ব্রেক দেন অমৃতাকে।
অমৃতার গলায় ‘ভুলে যেও আমাকে’ বেশ হিট হয়েছিল। অমৃতার অদ্ভুত গায়কি মনে ধরেছিল অরিন্দমের।
তার পর যাত্রা শুরু হয় অমৃতার। অমৃতার ইচ্ছে দাদার মতো সঙ্গীতশিল্পী হওয়ার। দু’জনের সম্পর্কও বেশ ভাল। চলে গান নিয়ে আদান-প্রদানও। এক সঙ্গে স্টেজ শো-ও করেছেন দু’জনে। ইচ্ছা রয়েছে ওয়ার্ল্ড ট্যুরেরও।
২০১৭-র ফেব্রুয়ারিতে নিলয় মজুমদারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমৃতা। নিলয় জিয়াগঞ্জেরই ছেলে। পেশায় সাউন্ড প্রোগ্রামার।
খাওয়া-দাওয়ার আয়োজন ছিল ছিমছাম। ছিল, ফিস বাটার ফ্রাই, নবরত্ন কারি, মটন কষা, মেথি চিকেন, চাটনি, দই, রাবড়ি...
নিজের বিয়েতে তেমন আয়োজন করা সম্ভব হয়নি। তাই বোনের বিয়েতে কোনওরকম কার্পণ্য করতে রাজি ছিলেন না অরিজিৎ।
টলিউডে তো পা রেখেই ফেলেছেন। বলিউডে কবে পাড়ি দিচ্ছেন অমৃতা?