Hansika Motwani

সিনেমা নয়! ওটিটি মঞ্চে এ বার সম্প্রচারিত হবে হংসিকা-সোহেলের বিয়ে?

কানাঘুষো শোনা যাচ্ছে, হংসিকা-সোহেলের বিয়ের অনুষ্ঠানের স্বত্ব কিনে নিয়েছে এক প্রথম সারির ওটিটি। সেখানেই নাকি সম্প্রচারিত হবে রাজকীয় বিয়ের সাতসতেরো!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৬:১৪
Share:

শোনা যাচ্ছে, হংসিকা-সোহেলের বিয়ের অনুষ্ঠানের স্বত্ব কিনে নিয়েছে এক প্রথম সারির ওটিটি! ছবি: ইনস্টাগ্রাম।

পরের মাসেই সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন হংসিকা মোতওয়ানি। উৎসব জয়পুরে। চারহাত এক হতে চলেছে ডিসেম্বরের ৪ তারিখ। যেমন-তেমন বিয়ে নয়! জানা গেল, রাজকীয় অনুষ্ঠান হবে ফিল্মি কায়দায়। ওটিটি মঞ্চে স্থান করে নেবে তাঁদের বিয়ের ভিডিয়ো। বিশাল অঙ্কের টাকায় নাকি বিয়ের অনুষ্ঠানের স্বত্ব কিনে নিয়েছে ডিজ়নি প্লাস হটস্টার! সপ্তাহ খানেক আগে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে পরস্পর আংটি বদল করেছেন হবু দম্পতি। হংসিকা ক্যাপশনে লিখেছিলেন, “বর্তমান এবং চিরকালীন।”

Advertisement

যদিও শীতের মরসুম। বলিউডের বর্তমান প্রবণতা অনুযায়ী উৎসব শুরু হবে আগেই। সূত্র জানিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং হবে জয়পুরে। পরিবার এবং বন্ধুরা উড়ে যাবেন সেখানেই। ডিসেম্বরের ২ তারিখ থেকে বিয়ের অনুষ্ঠান। চলবে ৪ তারিখ অবধি।

প্রথম দিনে সুফি গানের আসর। তার পর মেহেন্দি অনুষ্ঠান। সঙ্গীত পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর। পরিবারের সদস্যদের জন্য পোলো খেলার আয়োজন। হংসিকার গায়েহলুদের অনুষ্ঠান ৪ তারিখ ভোরবেলা। তার পর বিয়ে শেষে সন্ধ্যায় ক্যাসিনো পার্টি। জানা গিয়েছে, প্রতি দিনের জন্য রয়েছে আলাদা আলাদা পোশাকবিধি। ঐতিহাসিক শহর জয়পুরের মুন্ডোটা দুর্গ এবং প্রাসাদে বিয়ে হতে চলেছে হংসিকা-সোহেলের।

Advertisement

কানাঘুষো শোনা যাচ্ছে, সেই গোটা অনুষ্ঠান সম্প্রচারিত হবে ডিজ়নি প্লাস হটস্টারে। যদিও বর-কনের তরফে কেউই এ নিয়ে মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement