Katrina Kaif

প্রথম বিবাহবার্ষিকীর আগেই অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? স্ফীতোদর ক্যাটকে দেখে জল্পনা

ক্যাটরিনা জানিয়েছিলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করলে অবশ্যই বলবেন। তা হলে ব্যাপারটা কী? সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে ভিকির পাশে তাঁকে স্পষ্ট মনে হচ্ছে অন্তঃসত্ত্বা! সবাই কি ভুল দেখছেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৩:৩০
Share:

ভিকির পাশে আসন্ন মাতৃত্বের রূপে ঘুরছেন নায়িকা। ফাইল চিত্র।

‘ফোন ভূত’ মুক্তির পরই কি তবে সুখবরটা দেওয়ার ছিল? ক্যাটরিনা কইফের স্ফীতোদর দেখে ফের জল্পনা নেটদুনিয়ায়। বলিউডে একের পর এক তারকাসন্তানের আবির্ভাবের মরসুমে কি কোল ভরতে চলেছে ক্যাটরিনা আর ভিকি কৌশলেরও?

Advertisement

তবে সে খবর নিশ্চিত হলে নিজেরাই ভাগ করে নিতেন তারকা জুটি। এর আগেও ক্যাটরিনা জানিয়েছিলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করলে অবশ্যই বলবেন। তা হলে ব্যাপারটা কী? সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে ভিকির পাশে ক্যাটরিনা, স্পষ্ট মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা! সবাই কি এত ভুল দেখছেন?

বিষয়টা বোঝা গেল কিছু পরে। ‘ফোন ভূত’ মুক্তির পর পরই ‘মেরি ক্রিসমাস’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, বিজয় সেতুপতির বিপরীতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। যে চরিত্র অন্তঃসত্ত্বা। সেই কারণেই আসন্ন মাতৃত্বের রূপে ঘুরছেন নায়িকা। এই ছবি দিয়েই দক্ষিণের ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন ক্যাটরিনা। ভূমিকাটি যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন। চরিত্রের প্রয়োজনে হবু মাতৃত্বের স্বাদও উপভোগ করছেন। তবে সেই পর্যন্তই। পর্দার চ্যালেঞ্জ এখনও বাস্তবে নেননি বলেই খবর।

Advertisement

এই ছবি দিয়েই দক্ষিণের ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন ক্যাটরিনা। ভূমিকাটি যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে চারহাত এক হয়েছিল ভি-ক্যাটের। দেখতে দেখতে প্রথম বিবাহবার্ষিকী এসে পড়ল তাঁদের। তার মধ্যে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও দেদার বাতাসে উড়ছে। তবে নায়ক-নায়িকা আপাতত শুধুই কাজে ব্যস্ত।

পরের বছর মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’, সেখানে সলমন খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। অন্য দিকে ভিকির হাতে রয়েছে ‘অশ্বত্থামা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement