শিশু দিবসে প্রকাশ্যে আসছে ‘হামি ২’-এর পোস্টার।
১৪ নভেম্বর শিশু দিবসে প্রকাশ্যে আসছে ‘হামি ২’-এর পোস্টার। শিবপ্রসাদের কথায়, ‘‘এটা ছায়াছবির ছায়া মাত্র। ছবির এখনও পুরোটাই বাকি।’’
এবার লাল্টু বিশ্বাস কী ভেট দেবে কাউন্সিলরকে? হাসলেন পরিচালক, ‘‘ভাল প্রশ্ন। আপাতত দর্শকদের মগজাস্ত্র খাটানোর সুযোগ দিচ্ছি। বাঙালির কোনও প্রিয় খাবারই হয়ত লাল্টু নিয়ে যাবে।’’
তারপরেই পাল্টা প্রশ্ন, ‘‘বিরিয়ানি হলে মন্দ হবে?’’
যত কাণ্ড বিরিয়ানিতে!
কেরিয়ারের ২৫ বছর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। অন্য দিকে বিরিয়ানির হাঁড়ি হাতে ‘লাল্টু বিশ্বাস’? জটিল ধাঁধাঁ! রইল ছোট্ট ক্লু...।
শিবপ্রসাদই ২৫ বছর আগে প্রথম এসেছিলেন মাছের ঝোল হাতে! এক বিশেষ সংস্থার হয়েই বিজ্ঞাপনী ছবিতে প্রথম মুখ দেখিয়েছিলেন অভিনেতা শিবপ্রসাদ। মাছের ঝোলের মশলায়। সেই একই সংস্থার হাত ধরে ২৫ বছর পরে ফিরলেন পরিচালক-অভিনেতা শিবু।
বৃত্ত সম্পূর্ণ হল? আনন্দবাজার ডিজিটালকে বললেন শিবপ্রসাদ, ‘‘বলা যেতেই পারে। সেই বার ক্যামেরার পিছনে ছিলেন অনীক দত্ত।’’ অনীক দত্ত কি শিবপ্রসাদের ভবিষ্যত দেখতে পেয়েছিলেন? জানা নেই। তবে সংস্থা মনে রেখেছিল শিবপ্রসাদকে। এবং একের পর এক কাজ দেখে গিয়েছে পরিচালক জুটির। সেখান থেকেই তাদের নেক নজরে ‘লাল্টু বিশ্বাস’, জানালেন তারকা পরিচালক।
বিরিয়ানির হাঁড়ির ভিতর আরও অ-নে-ক খবর।
প্রশ্ন, এই লাল্টু বিশ্বাস কে? তার কামব্যাক নিয়ে গত তিন দিন ধরে এত হইচই কিসের?
‘লাল্টু বিশ্বাস’ শিবপ্রসাদের মতো তারকা নয়। পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘হামি’র তারকা চরিত্র লাল্টু। স্টারডম ছাড়াই বাণিজ্যিক সফল সেই ছবিতে প্রচুর ফুটেজ কেড়েছিলেন ‘লাল্টু বিশ্বাস’ ওরফে শিবপ্রসাদ স্বয়ং। সেই চরিত্র এ বার ব্র্যান্ডেড কোম্পানির বিরিয়ানি মশলার বিজ্ঞাপনের মুখ।
বিরিয়ানির হাঁড়ির ভিতর আরও অ-নে-ক খবর।
‘লাল্টু বিশ্বাস’ই কেন? ‘‘হামি’র ‘লাল্টু’ই তো মধ্যবিত্তের ঘরে ঘরে। তাই মধ্যবিত্তের নাগালে বিরিয়ানিকে নিয়ে আসতে রসগোল্লার বদলে বিরিয়ানির হাঁড়ি হাতে সে কাউন্সিলরের বাড়িতে। এমনটাই সংস্থার দাবি’’, বললেন শিবপ্রসাদের। তাই শিবপ্রসাদের সঙ্গে বিজ্ঞাপনে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়কেও।
একই সঙ্গে দাবি, গত ২৫ বছরে কোনও বাংলা ছবির চরিত্র এভাবে বিজ্ঞাপনের ‘মুখ’ হয়ে ওঠেনি। ছবির কোনও দৃশ্যের পুর্নবিন্যাস হয়নি। ২৫ বছরের কেরিয়ারে এটা বিরাট পাওনা।