Kapil Sharma

জখম কপিল! হুইলচেয়ারে বসে পাপারাৎজিদের গালাগাল কৌতুকশিল্পীর

কপিলের শরীর নিয়ে চিন্তিত অনুরাগীরা। একই সঙ্গে আবার ক্ষুব্ধও হয়েছেন অনেক নেটাগরিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৭
Share:

কপিল শর্মা

মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন বিখ্যাত কৌতুকশিল্পী কপিল শর্মা। হুইলচেয়ারে বসিয়ে তাঁকে বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবারের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে। কেবল তাঁর অসুস্থতার জন্য নয়। কপিলের মুখের গালাগাল অবাক করেছে অনেককে। কৌতুকশিল্পীর শরীর নিয়ে চিন্তিত অনুরাগীরা। একই সঙ্গে আবার ক্ষুব্ধও হয়েছেন অনেক নেটাগরিক।

Advertisement

মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জিমে শরীরচর্চা করতে গিয়ে পিঠে আঘাত পেয়েছেন কপিল। তাঁর চিকিৎসা চলছে। কপিলের আশা, কিছু দিনেই ফের আগের মতো সুস্থ হয়ে উঠবেন। এমনটাই জানিয়েছেন তিনি।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো প্যান্ট ও টি-শার্ট পরে রয়েছেন কপিল। তাঁর হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন এক বিমানকর্মী। পাপারাৎজিরা তাঁর অসুস্থার বিষয়ে প্রশ্ন করতে করতে ক্যামেরা নিয়ে হুইলচেয়ারের প্রায় সামনে চলে আসতেই রেগে ওঠেন শিল্পী। পাশে তাঁর সহকর্মীদের নির্দে‌শ দেন, ‘‘ওদের সরাও এখান থেকে। সব বোকার দল।’’ তার পরেই দেখা গেল, গালাগাল করতে করতে বেরিয়ে যাচ্ছেন কৌতুকশিল্পী।

Advertisement

ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করে এক পাপারাৎজি লিখেছেন, ‘আমরা বোকা হতে পারি, তাও আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement