Govinda

Govinda: বাড়িতে বৌমা আনার পরেই সমস্যা শুরু, গোবিন্দ-পত্নী এবং ক্রুষ্ণা-পত্নীর বিবাদ তুঙ্গে

দিন কয়েক আগে ‘দ্য কপিল শর্মা কমেডি শো’-তে গোবিন্দ এবং সুনীতা অতিথি হিসেবে অংশগ্রহণ করায় ক্রুষ্ণা সেই পর্বে কাজ করেননি৷

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৪১
Share:

গোবিন্দ-সুনিতা এবং কাশ্মিরা-ক্রুষ্ণা

গোবিন্দ এবং তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের দ্বন্দ্ব তো আগেই প্রকাশ্যে এসেছে, এ বারে দুই অভিনেতার স্ত্রীদের সমস্যা থেকেও পর্দা সরল। পরিবারের বিবাদের কথা বললেন গোবিন্দ-পত্নী সুনীতা আহুজা। জানালেন, ভাগ্নে বৌ, অভিনেত্রী কাশ্মিরা শাহর সঙ্গে ক্রুষ্ণার বিয়ে হওয়ার পর থেকেই তাঁদের পরিবারে সমস্যা শুরু হয়েছে। যদিও সুনীতা কারও নাম নেননি। কিন্তু যিনি যে ‘বৌমা’ বলতে কাশ্মিরার কথাই বলছেন, তা বুঝতে বেগ পেতে হয় না।

দিন কয়েক আগে ‘দ্য কপিল শর্মা কমেডি শো’-তে গোবিন্দ এবং সুনীতা অতিথি হিসেবে অংশগ্রহণ করায় ক্রুষ্ণা সেই পর্বে কাজ করেননি৷ কপিল শর্মার কমেডি শো-এর প্রায় প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন ক্রুষ্ণা। কিন্তু তাঁর মামা-মামিকে নিয়ে সেই বিশেষ পর্বেই কেবল অনুপস্থিত থাকায় পারিবারিক বিবাদের আগুনে যেন ঘি পড়ে।

Advertisement

সুনীতা বললেন, ‘‘মায়ের মতো যত্ন করার পরেও এত খারাপ ব্যবহার করেছে ওরা। আমি কারও নাম নিতে চাই না, কিন্তু বৌমাকে ঘরে আনার পরেই এ সব সমস্যা শুরু হয়েছে। আমার অনেক কাজ। গোবিন্দর সমস্ত কাজকর্মের হিসেব রাখার দায়িত্ব আমার। যাদের কাজ নেই, যারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, তারাই বারে বারে ঘরের সমস্যাকে প্রকাশ্যে নিয়ে আসে। গোবিন্দ একাধিক বার বলেছে যেন পারিবারিক বিবাদকে প্রকাশ্যে না আনা হয়, কিন্তু ক্রুষ্ণার তরফেই প্রতি বার সব কিছু প্রকাশ্যে আসে।’’

অন্য দিকে কপিল শর্মার শো-এ না থাকা প্রসঙ্গে কাশ্মিরা জানিয়েছেন, হয়ত শো-এর এই পর্বে ক্রুষ্ণাকে প্রয়োজন ছিল না ওদের, তাই রাখেনি। কাশ্মিরার কথায়, ‘‘যখনই পারেন, ক্রুষ্ণাকে নিয়ে খারাপ কথা বলে বেড়ান ক্রুষ্ণার মামা-মামি।’’ সুনীতার সম্পর্কে প্রশ্ন করা হলে কাশ্মিরা বলেন, ‘‘কে সুনীতা? প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কইফকে নিয়ে প্রশ্ন করুন, সুনীতাকে কেউ চেনে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement