Govinda

গোবিন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না! অভিনেতার কথা জিজ্ঞেস করতেই কী জানালেন স্ত্রী সুনীতা?

এ বার সুনীতার কথা শুনে চাঞ্চল্য বলিপাড়ায়। গোবিন্দকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১২:৪৮
Share:
বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে গোবিন্দকে নিয়ে সুনীতার মন্তব্য।

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে গোবিন্দকে নিয়ে সুনীতার মন্তব্য। ছবি: সংগৃহীত।

দিন কয়েক ধরে সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যম তোলপাড়! বিয়ের ৩০ বছর পর নাকি বিয়ে ভাঙছে তারকাদম্পতির! বলিউডের বাকিরা বিস্ময়ে হতবাক। যদিও মায়ানগরীতে বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়! তবু গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতার বিয়ে ভাঙার খবর যেন বিশ্বাস করতে পারছিলেন না অনুরাগীরা। অবশেষে অভিনেতার স্ত্রী সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানান, এই পৃথিবীতে এমন কোনও শক্তি নেই, যা তাঁকে ও গোবিন্দকে আলাদা করে দেবে। খানিক নিশ্চিত হয়েছিলেন সকলে। কিন্তু এ বার সুনীতার কথা শুনে চাঞ্চল্য বলিপাড়ায়। কিন্তু অভিনেতাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না!

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ছেলে যশবর্ধনের সঙ্গে হাজির হন সুনীতা। লাল গালিচায় ছেলের সঙ্গে পোজ় দিয়ে ছবি তোলেন। সেই সময় আলোকচিত্রীদের চোখে পড়ে গোবিন্দার অনুপস্থিতি। তাঁরা প্রশ্ন করেন কোথায় গোবিন্দ? তাতে প্রথমটা শুনতে না পাওয়ার ভঙ্গিমা করলেও দ্বিতীয় বার একই প্রশ্ন করতেই সুনীতা বলেন, ‘‘আমরাও ওঁঁকে খুঁজছি।’’ যদিও পরে সুনীতা হেসে বলেন, ‘‘হতেও তো পারে, সবার শেষে এলেন অনুষ্ঠানে।’’ এমনিতেই সুনীতার রসবোধ নিয়ে চর্চা হয় সমাজমাধ্যমে। বরাবরই স্পষ্টবাদী, রসিক মানুষ সুনীতা। কোন কথা বিতর্ক তৈরি করবে, সে সব বিষয়ে না ভেবেই কথা বলেন। গোলমেলে প্রশ্নের নির্ভীক উত্তর দিতেই অভ্যস্ত তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement