ছেলে যশের সঙ্গে গোবিন্দা। ছবি- টুইটার।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা গোবিন্দর পুত্র যশবর্ধন আহুজা। বুধবার রাতে মুম্বইয়ের জুহু বিচের কাছে ঘটনাটি ঘটেছে। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যশবর্ধন ছাড়াও সে সময় গাড়িতে ছিলেন তাঁর চালক। গাড়ি ড্রাইভারই চালাচ্ছিলেন। হঠাৎই অন্য দিক থেকে আর এক গাড়ি ছুটে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে যশবর্ধনের গাড়ি সেই গাড়িটিকে ধাক্কা মারে।
ঘটনায় উভয়পক্ষেরই কেউ গুরুতর আহত না হলেও হাতে চোট লেগেছে গোবিন্দ পুত্রের। যশবর্ধনের গাড়িরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে হেডলাইট। ঘটনাস্থলে জুহু পুলিশ এসে পৌঁছলেও কোনও তরফই পুলিশের কাছে কোনও অভিযোগ জানানো হয়নি।
৯০-এর সুপারস্টার গোবিন্দর দুই সন্তান। টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা। ২০১৫ সালে 'সেকন্ড হ্যান্ড হাজব্যান্ড' ছবির মধ্য দিয়ে বলিউডি ডেবিউ হয় টিনার। যদিও সে ছবি বক্সঅফিসে সাফল্য পায়নি। অন্য দিকে যশও বলিউডে পা রাখার জোর প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: ‘স্বজনপোষণকে আমরাই আদর করে বয়ে বেড়াচ্ছি’, টুইটে বলিউডকে দুষলেন সুস্মিতা সেন
আরও পড়ুন: বিয়ের প্রথম বছরে স্বামী সৌরভের সঙ্গে কেমন করে জন্মদিন কাটাচ্ছেন জুন মাল্য?