স্বজনপোষণ বিতর্কে এ বার বিস্ফোরক গোবিন্দ

মা নির্মলা দেবী এবং বাবা অরুণ কুমার আহুজা, দু’জনেই অভিনেতা। ফিল্মি পরিবারে জন্ম নিয়েও কেন হঠাৎ করেই স্টারডম মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁর থেকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৯:৩১
Share:

গোবিন্দা।

গায়ে রয়েছে স্টারকিডের তকমা। কিন্তু তা সত্ত্বেও স্বজনপোষণের শিকার হয়েছেন তিনি, বিশেষ ‘ক্যাম্প’-এরজন্য হারাতে হয়েছে ঝকঝকে কেরিয়ারও। স্বজনপোষণ বিতর্কে এ বার বিস্ফোরক গোবিন্দ।

Advertisement

মা নির্মলা দেবী এবং বাবা অরুণ কুমার আহুজা, দু’জনেই অভিনেতা। ফিল্মি পরিবারে জন্ম নিয়েও কেন হঠাৎ করেই স্টারডম মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁর থেকে? গোবিন্দার কথায়: “আমার বাবা-মা ফিল্মি দুনিয়া ছাড়ার ৩৩ বছর পর আমি এখানে পা রাখি। তখন তাঁদের স্টারডম অনেকটাই ফিকে। অনেক নতুন প্রযোজক ইতিমধ্যেই চলে এসেছেন যাঁরা আমার বাবা-মা’কে চিনতেনও না ঠিকমতো। তাঁদের এক ঝলক পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হত আমায়।’’

বলিউডে ক্যাম্প রয়েছে, আর সেই ক্যাম্পের অংশ না হতে পারলেই তুমি ‘আউট’,সে কথা মেনে নিয়েই তিনি বলছেন, “আগে যিনি যোগ্য তিনিই কাজ পেতেন। সিনেমা হলেও প্রতিটি ছবিকে সমান গুরুত্ব দেওয়া হত। কিন্তু এখন চার-পাঁচজন মিলেই গোটা ‘ব্যবসা’ চালান। তাঁরাই ঠিক করেন তাঁদের যাঁরা কাছের নন, সেই মানুষদের ছবি আদৌ ঠিক ভাবে, বেশি হলে মুক্তি পাবে কি না।” গোবিন্দার অভিযোগ, ব্যক্তিগত ভাবে তিনিও এর মুখোমুখি হয়েছেন। তাঁর অনেক ছবিরই ‘প্রপার রিলিজ’ হয়নি বলে দাবি অভিনেতার।

Advertisement

আরও পড়ুন- সুশান্ত-কাণ্ডে পুলিশকে যা যা জানালেন আদিত্য চোপড়া

গোবিন্দর মেয়ে টিনা আহুজাও ইন্ডাস্ট্রির অংশ। তাঁর অভিনয়ে আসাটা কি নেপোটিজম নয়? গোবিন্দর এই বিষয়ে বক্তব্য, “এ নিয়ে ওর সঙ্গে বিশেষ কথা হয়নি। সময় এলে ও নিজেই নিজের পরিচিতি তৈরি করবে ইন্ডাস্ট্রিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement