varun dhawan

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের এক লক্ষ টাকা অর্থসাহায্য বরুণ ও নাতাশার

শ্যুটের ফাঁকে শুধু ঘুরে বেড়াচ্ছেন না, দুর্গতদের দিকে সাহায্যের হাতও বাড়ালেন নবদম্পতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ০০:১১
Share:

অরুণাচল প্রদেশে বরুণ-নাতাশা

অরুণাচল প্রদেশে শ্যুট চলছে বরুণ ধবন ও কৃতী স্যাননের নতুন ছবির। নাম ‘ভেড়িয়া’। সেই উপলক্ষে পাহাড়ে রয়েছেন তারকারা। সবে মাত্র বিয়ে করেছেন বরুণ। তাই স্ত্রীকে মুম্বইয়ে একা রেখে যাননি তিনি। শ্যুটের ফাঁকে ফাঁকে নাতাশা দালালের সঙ্গে সময় কাটাচ্ছেন বলি অভিনেতা। কেবল দোকা নন, স্থানীয়দের সঙ্গে ছবি দেখে বোঝা যাচ্ছে, সেই অঞ্চলের প্রকৃতির সঙ্গে মানুষকেও সঙ্গী করেছেন তারকা দম্পতি।

Advertisement

শ্যুটের ফাঁকে শুধু ঘুরে বেড়াচ্ছেন না, দুর্গতদের দিকে সাহায্যের হাতও বাড়ালেন নবদম্পতি। রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতরের টুইটার প্রোফাইল থেকে বরুণ-নাতাশার একটি ছবি পোস্ট করা হয়েছে।

Advertisement

দেখা যাচ্ছে, দু’জনের পরনে পাহাড়ি পোশাক। গলায় উত্তরীয়, হাতে উপহার। ক্যাপশনে স্পষ্ট হল উপলক্ষ।

সে রাজ্যের তিরাপ জেলার লংলিয়াঙের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে সাহায্যকারী তহবিল তৈরি হয়েছে, তাতে এক লক্ষ টাকা দান করেছেন বরুণ ও নাতাশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement