Harish Magon

বলিউডে শোকের ছায়া, প্রয়াত ‘গোল মাল’ খ্যাত অভিনেতা হরীশ মেগন

হিন্দি ছবিতে মূলত ছোট পরিসরের চরিত্রে অভিনয় করতেন হরীশ। ‘আঁধী’ এবং ‘গোল মাল’ তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১২:২৫
Share:

অভিনেতা হরীশ মেগন। ছবি: সংগৃহীত।

প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা হরীশ মেগন। ‘গোল মাল’, ‘নমক হালাল’, ‘চুপকে চুপকে’-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন হরীশ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

Advertisement

রবিবার হরীশের মৃত্যুসংবাদ টুইটারে জানিয়েছে সিন্টা (সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস' অ্যাসোসিয়েশন)। সংস্থার তরফে টুইটে লেখা হয়েছে, ‘‘আমরা হরীশ মেগনের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি। ১৯৮৮ সাল থেকে তিনি আমাদের সদস্য ছিলেন।’’ হরীশের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই প্রয়াত হন হরিশ। সূত্র জানাচ্ছে, শনিবার রাতে প্রয়াত হন অভিনেতা।

হিন্দি ছবির জগতে প্রায় তিন দশকের অভিনয় জীবন হরীশের। অপেক্ষাকৃত ছোট পরিসরের চরিত্রেই অভিনয় করতেন তিনি। গুলজারের সঙ্গে সুসম্পর্কের কারণে ‘আঁধী’ ছবিতেও সুযোগ পান। তবে হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘গোল মাল’ ছবিতে তাঁর অভিনয় দর্শক আজও মনে রেখেছেন। অমিতাভ বচ্চন অভিনীত একাধিক ছবিতে ছিলেন হরীশ। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ‘নমক হালাল’, ‘শাহেনশা’, ‘আজুবা’, ‘সত্তে পে সত্তা’। ১৯৯৬ সালে মুক্তি পায় হরীশের কেরিয়ারের শেষ ছবি ‘বোম্বাই কা বাবু’। এইটিআইআই-এর প্রাক্তনী হরিশ এক সময় জুহুতে অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। হরীশের প্রয়াণে অভিনেতার ঘনিষ্ঠরা সমাজমাধ্যমে তাঁকে স্মরণ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement