গঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়া।
মুক্তির কিছু দিন আগে ফের বিতর্কে সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এ বার ছবিটির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন খোদ গঙ্গুবাইয়ের পরিবার।
এক সাক্ষাৎকারে গঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ বলেন, “আমার মাকে যৌনকর্মী হিসেব দেখানো হয়েছে ছবিতে। লোকে এখন আমার মায়ের সম্পর্কে কটু কথা বলছে।” গঙ্গুবাইয়ের পরিবারের আইনজীবী জানান, ছবির প্রচার ঝলক দেখে পরিবারের সদস্যরা আঘাত পেয়েছেন। তাঁর কথায়, “গঙ্গুবাইয়ের চরিত্রকে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে ছবিতে। এক জন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে।”
প্রসঙ্গত, ২০২০ সালে গঙ্গুবাইকে নিয়ে ছবি হচ্ছে জানার পরই লড়াই শুরু তাঁর পরিবারের। বাবু রাওজির আইনজীবীর দাবি, “গঙ্গুবাইয়ের পরিবারের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও প্রশ্ন তুলছেন, যে গঙ্গুবাই আদৌ সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী।” তিনি আরও জানান, গঙ্গুবাইয়ের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা ভাল নয়। এ নিয়ে ছবির পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং হুসেন জা়ইদিকে আইনি নোটিস পাঠালেও লাভের লাভ কিছু হয়নি।
গঙ্গুবাইয়ের নাতনি ভারতী বলেন, “ছবির নির্মাতারা টাকার লোভে আমাদের পরিবারকে অপমান করেছেন। এটা কখনওই মেনে নেওয়া যায় না।” তাঁর আরও দাবি, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটি তৈরির আগে পরিবারের অনুমতি নেওয়া হয়নি।
২০২১ সালে আদালতের দ্বারস্থ হন গঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ। মুম্বইয়ের একটি আদালতের তরফে সমন যায় পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং আলিয়া ভট্টের কাছে। পরবর্তী কালে বম্বে হাই কোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি।