Ganesh Acharya

জোর করে পর্ন দেখানো: নৃত্যশিল্পীর বিরুদ্ধে এ বার পাল্টা অভিযোগ গণেশের

গোটা ঘটনার পেছনে যে আর এক জনপ্রিয় নৃত্যশিল্পী এবং ডান্স কোরিওগ্রাফার সরোজ খান জড়িত থাকতে পারেন, সে আশঙ্কাও প্রকাশ করেছেন গণেশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৩
Share:

গণেশ আচার্য

দিন কয়েক আগে ডান্স কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন নৃত্যশিল্পী দিব্যা কোটিয়ান। সেই অভিযোগকেই সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে এবার পাল্টা অভিযোগকারিণীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন গণেশ।

Advertisement

গণেশের বক্তব্য, “আমি ওই মহিলাকে ভালকরে চিনিও না। ২০০৭ সালে একবার আমার কোরিওগ্রাফি করা এক নাচে তিনি গ্রুপ ডান্সার হিসেবে অংশ নিয়েছিলেন। আমার নামে উনি যে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা।”

সেই নৃত্যশিল্পী জানিয়েছিলেন, কিছু দিন আগে এক লক্ষ টাকার মেম্বারশিপ চার্জ দেওয়ার পরেও ইচ্ছা করে ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’থেকে দিব্যার সদস্য পদ বাতিল করে দিয়েছিলেন‘সিম্বা’র কোরিওগ্রাফার গণেশ। সেই কথার পরিপ্রেক্ষিতেই গণেশ বলেন, “কাউকে বহিষ্কার করার সিদ্ধান্ত সবাইকে জানিয়েই নেওয়া হয়। উনি ক্রমাগত তাঁর সিনিয়রদের সম্পর্কে নোংরা এবং অপমানজনক মন্তব্য করে যাচ্ছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পর্ণ ছবি দেখানোর যে অভিযোগ উনি এনেছেন তা ভিত্তিহীন”।

Advertisement

আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন ‘ত্রিনয়নীর’-র সুধা, প্রকাশ্যে এল ছবি

গোটা ঘটনার পেছনে যে আর এক জনপ্রিয় নৃত্যশিল্পী এবং ডান্স কোরিওগ্রাফার সরোজ খান জড়িত থাকতে পারেন, সে আশঙ্কাও প্রকাশ করেছেন গণেশ।

ঠিক কী হয়েছিল? গত ২৭ জানুয়ারি মুম্বইয়ের আম্বলি থানায় অভিযোগ দায়ের করেছিলেন বছর তেত্রিশের নৃত্যশিল্পী দিব্যা। পুলিশকে তিনি জানিয়েছিলেন, যখন থেকে ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক পদে গণেশ আসীন হয়েছেন তখন থেকেই নানা ভাবে দিব্যাকে হেনস্থা করে আসছেন গণেশ। দিব্যা জানিয়েছেন, প্রায়শই অফিসে ডেকে অশালীন ভিডিয়ো দেখতে বাধ্য করতেন গণেশ। এ নিয়ে আপত্তি জানালে গণেশের সঙ্গে তাঁর বচসা হয়।

আরও পড়ুন-প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

দিব্যার বয়ান অনুযায়ী, গত ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন এক অনুষ্ঠানে গণেশের সঙ্গে দিব্যার দেখা হলে দিব্যা গণেশের কাছে সদস্যপদ বাতিল করে দেওয়ার কারণ জানতে চান। আর তাতেই প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন গণেশ। উপস্থিত আরও দুই মহিলা কোরিওগ্রাফারকে ডেকে দিব্যাকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়ারও নির্দেশ দেন তিনি। জয়শ্রী কেলকার এবং প্রীতি ল্যাড নামে দুই কোরিওগ্রাফার সেখান থেকে মারতে মারতে বার করে দেন দিব্যাকে।

এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন দিব্যা। মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও গোটা ঘটনা জানিয়েছেন তিনি।

গণেশের বিরুদ্ধে #মিটু অভিযোগ অবশ্য নতুন নয়। অভিনেত্রী তনুশ্রী দত্ত-ও তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। গণেশকে বয়কটের ডাকও দিয়েছিলেন তনুশ্রী। ‘সিম্বা’, ‘পদ্মাবত’, ‘জিরো’, ‘সঞ্জু’ বলিপাড়ার হাইবাজেট ছবির নৃত্য পরিচালনা করেছেন গণেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement