Gal Gadot

তৃতীয় বার মা হতে চলেছেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি

দেখা যাচ্ছে, নিজের দুই মেয়ে আলমা ও মায়া এবং স্বামী জ্যারোন ভার্সানোর সঙ্গে গ্যাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৪:১১
Share:

দিন গুনছেন অভিনেত্রী।

তৃতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী গ্যাল গ্যাডোট। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সে খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’।

Advertisement

দেখা যাচ্ছে, নিজের দুই মেয়ে আলমা ও মায়া এবং স্বামী জ্যারোন ভার্সানোর সঙ্গে গ্যাল। চারজনের মুখেই হাসি। গ্যালের পেট আলগোছে ছুঁয়ে রয়েছেন তাঁর স্বামী। ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভেসে যায় অভিনেত্রীর কমেন্ট বক্স।
‘অ্যাকোয়াম্যান’ জেসন মোমোয়াও ভালবাসা জানিয়েছেন অভিনেত্রীকে।

মাঝেমধ্যেই নিজের পরিবার এবং কাছের মানুষদের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন গ্যাল। গত সেপ্টেম্বর মাসে ১২তম বিবাহবার্ষিকীতে জ্যারনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জ্যারনও গয়ালের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর প্রতি ভালবাসা প্রকাশ করেছিলেন।

Advertisement

‘ওয়ান্ডার ওম্যান’-এর চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন গ্যাল। খুব শীঘ্রই একটি শর্ট ফর্ম ডক্যুমেন্টারি সিরিজ নিয়েও আসতে চলেছেন তিনি। কিন্তু ব্যস্ততার মাঝেও নতুন অতিথি আসার দিন গুনছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement