Khawrkuto

বিয়ের আসরে গুনগুনের নাচেই বাজিমাত, ‘মোহর’কে টপকে প্রথম ‘খড়কুটো’

দ্বিতীয় ‘মোহর’। গত বারের মতো এ বারেও তৃতীয় ‘রানি রাসমণি’। চতুর্থ ‘কৃষ্ণকলি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮
Share:

রেটিং চার্টে প্রথম ‘খড়কুটো’।

বিয়ের আসরে গুনগুনের নাচেই বাজিমাত, ‘মোহর’কে টপকে প্রথম ‘খড়কুটো’

Advertisement

একদম ‘বাপি বাড়ি যা’ শট। রেটিং চার্টে প্রথম ‘খড়কুটো’। জমে গিয়েছে সৌজন্য-গুনগুনের বিয়ে। নিন্দুকদের সমালোচনার পরেও, গুনগুনের দৌড়ে গিয়ে নিজের বর দেখা, শ্বশুরবাড়ির সবার সঙ্গে নেচে গেয়ে বিয়ের আসর মাত দর্শকদের মন জয় করেছে। যার জোরে ১১.৮ পেয়ে সপ্তাহের শীর্ষে লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই মেগা। প্রসঙ্গত, ‘খড়কুটো’ শুরুই হয়েছিল ৮, ৯ রেটিং দিয়ে।

১০.৯ পেয়ে দ্বিতীয় ‘মোহর’। গত বারের মতো এ বারেও তৃতীয় ‘রানি রাসমণি’। চতুর্থ ‘কৃষ্ণকলি’। ধারাবাহিক দু’টি পেয়েছে যথাক্রমে ১০.৬ ও ১০.৪ নম্বর। ৯.৩ পেয়ে পঞ্চম ‘শ্রীময়ী’। দৌড়ের তালিকায় প্রথম নাম উঠেছে ‘খেলাঘর’-এর।

Advertisement

এ সপ্তাহে এক নম্বরের তফাতে প্রথম স্টার জলসা দ্বিতীয় জি বাংলা। প্রথম চ্যানেল পেয়েছে ৬৯৩। দ্বিতীয়টির সংগ্রহে ৬৯২।


বাকিরা কে, কোথায়? চোখ রাখুন রেটিং চার্টে—

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement