বিক্রম- মিথিলা
লকডাউনে মুম্বইয়ে আটকে বিক্রম চট্টোপাধ্যায়। আবার নিজের দেশে থেকেও মনের মানুষের কাছ থেকে অনেকটাই দূরে রাফিয়াত রশিদ মিথিলা। পরিচালক শাহরিয়া পলকের শর্টফিল্ম ‘দূরে থাকা কাছের মানুষ’ যেন এই দুই শিল্পীর ব্যক্তিজীবনের গল্প।
ভারতবর্ষ ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় মিথিলার এটাই প্রথম শর্ট ফিল্ম। ‘‘আশা করিনি এতটা প্রশংসা পাব। নিজের অফিসের কাজ করে, অনলাইনে মেয়ের লেখাপড়ার চাপ সামলে ভাইয়ের সাহায্যে কাজটা করতে পেরেছিলাম,’’ বললেন মিথিলা।
ছবিতে বিক্রম ও মিথিলা অভিনীত চরিত্র দু’টি শান্তিনিকেতনে পড়ত। ১৪ বছর পরে লকডাউনের কারণে অনলাইনে ফের যোগাযোগ হয় তাদের। গল্পটা শুনেই বিক্রম রাজি হয়ে গিয়েছিলেন, ‘‘এ তো আমারই গল্প।’’ তবে অভিনেতা জানালেন, রুমমেট অভিনবের সাহায্য ছাড়া ছবির শুটিং করতে পারতেন না। ছবিটি করতে দুই শিল্পী পারিশ্রমিক নেননি। কিন্তু ছবি থেকে পাওয়া অর্থ ভারতবর্ষ ও বাংলাদেশের দুঃস্থ শিল্পীদের দান করা হবে বলেই জানা গিয়েছে।