Kareena Kapoor

ইনস্টাগ্রামে বাবার সঙ্গে প্রথম ছবি করিনা-পুত্রের

করিনা ইনস্টাগ্রামে তাঁর সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন নারী দিবস উপলক্ষে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১২:২০
Share:

সইফ ও করিনা

রবিবার এক মাস পূর্ণ হল সইফ আলি খান ও করিনা কপূর খানের দ্বিতীয় সন্তানের। সইফের বোন সাবা তারকা-সদ্যোজাতকে আদর জানিয়ে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

এর আগে মা ও ছেলের ছবি দেখেছেন নেটাগরিকরা। এ বারে বাবার কোলে তৈমুরের ভাই। যদিও কোনও বারেই সন্তানের মুখ প্রকাশ করা হয়নি। সন্তানের নাম-ও জানাননি বাবা ও মা।

করিনা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন মার্চ মাসের শুরুর দিকে। নারী দিবস উপলক্ষে সদ্যোজাতর সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, 'মহিলারা পারেন না, এমন কোনও কাজ নেই। আমার প্রিয়দের জানাই শুভ নারী দিবস'।

Advertisement

রবিবার এক মাস পূর্ণ হল সইফ আলি খান ও করিনা কপূর খানের দ্বিতীয় সন্তানের।

সাবা আলি খান রবিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৩টি ছবির কোলাজ পোস্ট করেছেন। একটিতে সদ্যোজাতর মোজা পরা হাত। অন্যটিতে মায়ের কোলে সে। তৃতীয়টিতে সইফের কোলে মাথা দিয়ে খুদে। সাবা লিখেছেন, 'এক মাস, ভালবাসি তোমায়'।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement