Entertainment News

প্রকাশ্যে এল প্রিয়ঙ্কার সিকিম নিয়ে ছবি ‘পাহুনা’র ফার্স্ট লুক

তাঁর পরের ছবির পটভূমি সিকিম। মা মধু চোপড়ার সঙ্গে জুটি বেঁধে ‘পাহুনা’ নামের একটি ছবি প্রযোজনা করছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিন নেপালি শিশুর গল্প নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক পাখি এ তারেওয়ালা। মাওবাদী বিক্ষোভের সময় যারা বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ১৬:২৩
Share:

তাঁর পরের ছবির পটভূমি সিকিম। মা মধু চোপড়ার সঙ্গে জুটি বেঁধে ‘পাহুনা’ নামের একটি ছবি প্রযোজনা করছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিন নেপালি শিশুর গল্প নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক পাখি এ তারেওয়ালা। মাওবাদী বিক্ষোভের সময় যারা বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যায়। নেপাল থেকে সিকিমে পৌঁছয় ওই তিন শিশু।

Advertisement

আরও পড়ুন, ঐশ্বর্যা-অভিষেকের ভক্তদের জন্য খারাপ খবর!

সদ্য কান চলচ্চিত্র উত্সবে এই ছবির ট্রেলার লঞ্চ হল। সামনে এল ছবির ফার্স্ট লুক। প্রিয়ঙ্কা উপস্থিত না থাকতে পারলেও ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছেলে সিদ্ধার্থকে নিয়ে হাজির ছিলেন প্রিয়ঙ্কার মা মধু। তাঁর কথায়, ‘‘এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা, এখানে পাহুনার ফার্স্ট লুক লঞ্চ করাটা ছবির সঙ্গে যুক্তি সকলের কাছেই বিরাট সম্মানের।’’

Advertisement

পরিচালক তারেওয়ালা বলেছেন ‘‘তেরো বছর আগে যখন দার্জিলিং গ্যাংটক গিয়েছিলাম তখন দেখেছিলাম ওখানকার মানুষ কত সহজে সবাইকে আপন করে নেয়। আমি যে অতিথি সেটা মনে হয়নি। মনে হচ্ছিল ওখানেই আমার বাড়ি। পাহুনায় শুধু সিকিমের সৌন্দর্য নয় ওখানকার মানুষদের সৌন্দর্যকেও ধরার চেষ্টা করেছিল। সিকিমকে বলিউডে নিয়ে আসা নয় বরং বলিউডকে সিকিমে নিয়ে যাওয়াই আমার উদ্দেশ্য ছিল।’’

পরিচালক তারেওয়ালা বলেছেন ‘‘তেরো বছর আগে যখন দার্জিলিং গ্যাংটক গিয়েছিলাম তখন দেখেছিলাম ওখানকার মানুষ কত সহজে সবাইকে আপন করে নেয়। আমি যে অতিথি সেটা মনে হয়নি। মনে হচ্ছিল ওখানেই আমার বাড়ি। পাহুনায় শুধু সিকিমের সৌন্দর্য নয় ওখানকার মানুষদের সৌন্দর্যকেও ধরার চেষ্টা করেছিল। সিকিমকে বলিউডে নিয়ে আসা নয় বরং বলিউডকে সিকিমে নিয়ে যাওয়াই আমার উদ্দেশ্য ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement