সময়ের সঙ্গে বেড়ে চলেছে অভিযোগের তালিকা।
উত্তরপ্রদেশ পুলিশকে হেয় করার অভিযোগে অ্যামাজন প্রাইমের সিরিজ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হল।
এ ক্ষেত্রেও সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেওয়ার অভিযোগে সিরিজটির পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশুকৃষ্ণ মোহরা, অ্যামাজন ইন্ডিয়ার ‘হেড অব অরিজিনাল কন্টেন্ট’ অপর্ণা পুরোহিত এবং লেখক গৌরব সোলাঙ্কির নামে অভিযোগ দায়ের করা হয়। অভিনেতা সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া এবং সুনীল গ্রোভারের নামও সংযোজন করা হয় ।
গত সোমবার উত্তরপ্রদেশের হজরতগঞ্জ কোতোয়ালি থানাতেও ধর্মীয় ভাবাবেগে ‘আঘাত’ করার অভিযোগে এফআইআর দায়ের করেন সেখানকার সাব ইনস্পেক্টর অমরনাথ যাদব।
সেই এফআইআরের কপি টুইটারে শেয়ার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শলভমনি ত্রিপাঠি টিম ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার কথা বলেছিলেন। উদ্ধব ঠাকুরের মহারাষ্ট্র পুলিশ এবং তাণ্ডবের পরিচালক-প্রযোজককে টুইটে ট্যাগ করে লেখেন, ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার দাম চোকাতে প্রস্তুত থাকুন।’
বিভিন্ন রাজনৈতিক সগঠন এবং দর্শকদের চাপের মুখে পড়ে একটি বিবৃতি জারি করে ক্ষমা চেয়ে নেন সিরিজটির নির্মাতারা। কিন্তু এর পরেও পরিস্থিতি সহজ হচ্ছে না টিম তাণ্ডবের। সময়ের সঙ্গে বেড়ে চলেছে অভিযোগের তালিকা।