Television Celebrity Marriage

‘চোখ তুলে দেখো না কে এসেছে’, গানের তালে বিয়ের আসরে রুবেল! দেখেই লাজে রাঙা শ্বেতা

শ্বেতার জামাইবাবু পরিচালক শমীক বসুর কাছে রুবেলের আবদার ছিল, গানের তালে নাচতে নাচতে ঢুকবেন। গাড়ি থেকে নেমে সেটাই করেছেন হবু বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:০৮
Share:

শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাসকে সাতপাকে বাঁধলেন পুরোহিত নন্দিনী ভৌমিক। ছবি: শমীক বসু।

শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাসের বিয়ের আসর দায়িত্ব নিয়ে একাই মাতিয়ে দিলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! না, তিনি বিয়েতে আসতে পারেননি। কিন্তু তাঁর ‘সিগনেচার’ গান ‘চোখ তুলে দেখো না কে এসেছে’-এর তালে তালে নাচতে নাচতে বিয়ের আসরে পা রেখেছেন স্বয়ং বর! আনন্দবাজার অনলাইনকে এ খবর জানিয়েছেন কনের পরিচালক জামাইবাবু শমীক বসু। তাঁর কথায়, “সকালে গায়েহলুদের সময় যখন রুবেলের বড়িতে গিয়েছিলাম তখনই জানিয়েছিল, দাদা গান বাজাতে হবে। তালে তালে নাচতে নাচতে বিয়ে করতে যাব!” দুশ্চিন্তা দূরঅস্ত, পাত্র খোশমেজাজে বিয়ে করতে এসেছেন।

Advertisement

শোলার টুপি লোহার হবে কি না— সে ভাবনায় ভাবিত নন মোটেও। রুবেল নিজে নাচছেন বাকিদেরও নাচাচ্ছেন! দাবি শমীকের। পরনে সোনালি সুতোর কাজ করা ডিজ়াইনার সাদা ধুতি, অঙ্গরাখা পাঞ্জাবি, টোপর। গলায় গোলাপি-সাদা গোলাপের মোটা মালা। “এ দিনের রুবেল যেন অন্য রকম। এই রুবেলকে আগে কোনও দিন দেখিনি”, বক্তব্য পরিচালকের। বর-কনে মুখোমুখি হওয়ার আগেই শ্বেতার কানে পৌঁছেছে তাঁর পর্দা এবং বাস্তব জীবনের নায়কের কাণ্ড! লাল বেনারসির জমিনে সোনালি বুটি, সোনার গয়নায় ঘরোয়া ভঙ্গিতে সেজে ওঠা বড় এবং ছোট পর্দার নায়িকা নাকি তাতেই লজ্জায় লাল!

যুগল থেকে দম্পতি হওয়ার পথে শ্বেতা-রুবেল। ছবি: শমীক বসু।

দেবের নায়িকার বিয়ে। দেব কি আসবেন? জিজ্ঞেস করা হয়েছিল শমীককে। জবাবে জানিয়েছেন, এখনও তিনি বিষয়টি জানেন না। তবে ছোট পর্দার প্রায় সবাই এবং বড় পর্দার অনেকেই শ্বেতা-রুবেলের বৈদিক বিয়ের সাক্ষী।

Advertisement

সকালেই আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছে, মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক চার হাত এক করবেন বৈদিক মতে। কনের বাড়ির প্রত্যেকের সাজেই থাকবে লালের ছোঁয়া। সনাতনী সাজে সাজবেন তাঁরা। যেমন, কনের অভিনেত্রী দিদি তনুশ্রী ভট্টাচার্যের শাড়িতে ঢাকাই-গামছা মোটিফের যুগলবন্দি। মানানসই গয়নার পাশাপাশি হাতখোঁপায় জড়াবেন ফুল। অভিনেত্রী স্ত্রী তনুশ্রীর সঙ্গে এ দিন রংমিলন্তি শমীকের। তাঁর ধুতি-পাঞ্জাবিতেও থাকবে লালের ছোঁয়া। থাকবে ঢাকাই কাজ।

বিয়ের আসর বসেছে নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে। ভূরিভোজের তালিকায় কী কী থাকছে? কনের দিদির কথায়, “কী থাকবে না, তাই বলুন! রকমারি স্টার্টারে মাছ-মাংসের এলাহি আয়োজন। থাকবে রকমারি স্যালাড।” এ ছাড়াও কুলচা, চানা, ফিশফ্রাই, পোলাও, সাদা ভাত, পাঁঠার মাংস, মুরগির মাংস। মধুরেণ সমাপয়েৎ কম মিষ্টির কালাকাঁদ, নতুন গুড়ের রসগোল্লা-সহ চার রকমের মিষ্টিতে।

সোমবার সকালে নববধূ রওনা দেবেন শ্বশুরবাড়ির উদ্দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement