হাসপাতালে ভর্তি সুভাষ ঘাই। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম নামী পরিচালক তিনি। আশি এবং নব্বইয়ের দশকে তাঁর বানানো ছবিতে বুঁদ ছিলেন দর্শক। ‘হিরো’, ‘কর্জ়’, ‘রাম লক্ষ্মণ’-এর মতো ছবি পরিচালনা করেছেন। পাশাপাশি উপহার দিয়েছেন ‘পরদেশ’, ‘ইয়াদেঁ’, ‘তাল’-এর মতো ছবি, যার আবেদন এখনও অমলিন। ৭৯ বছর বয়সি পরিচালককে শনিবার রাতে হঠাৎই ভর্তি করানো হয় হাসপাতালে। বুধবার থেকেই দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সেই কারণেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। যদিও পরিচালকের সহকারী দলের তরফে জানানো হয়েছে তেমন কিছু হয়নি, কিছু নিয়মমাফিক পরীক্ষানিরীক্ষা করানো হয়েছে, এখন তিনি ভাল আছেন।
দলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘দুশ্চিন্তা করার কিছু নেই। অনেক দিন ধরেই ওঁর চিকিৎসা করানোর কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়নি। চিকিৎসার সুষ্ঠু বন্দোবস্ত করার জন্যই ওঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু শারীরিক পরীক্ষা করানোর ছিল। সেগুলো হয়েছে।’’
জানা গিয়েছে, পরিচালকের মস্তিষ্কের সিটি অ্যাঞ্জিয়োগ্রাম ছাড়াও বুক ও পেটের নানা পরীক্ষা চালানো হয়েছে। আরও জানা যাচ্ছে যে, সোমবার, অর্থাৎ ৯ ডিসেম্বর, তাঁর পিইটি-সিটি স্ক্যান নামের একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তার পরই বলা যাবে, ঠিক কী হয়েছে পরিচালকের। এর আগে সুভাষের হাইপোথায়রডিজ়ম ধরা পড়েছিল।