AR Rahman

বিচ্ছেদ ঘোষণার পরেই কাজ থেকে সরছেন এআর রহমান? গর্জে উঠলেন সুরকারের মেয়ে

মোহিনীর সঙ্গে এআর রহমানের নাম জড়ানোর বিরুদ্ধেও কটাক্ষ করেছিলেন খতিজা। ফের বাবার জন্য গর্জে উঠলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫
Share:

বিস্ফোরক এআর রহমানের কন্যা। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের পথে হাঁটছেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সায়রা বানুর আইনজীবী। ঠিক তার দু’দিন পরেই বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরই গানের দলের বেসিস্ট মোহিনী দে। সঙ্গে সঙ্গে দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করে, মোহিনীর জন্যই কি এআর রহমানের দাম্পত্যে চিড় ধরল? সুরকারের সঙ্গে নাম জড়িয়ে দেওয়া হয় মোহিনীর। বঙ্গতনয়া এই রটনার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন ইতিমধ্যেই। তবে এই সব জল্পনার মাঝে কি কাজ থেকে বিরতি নিচ্ছেন এআর রহমান? এই প্রশ্নও উঠেছে। এর উত্তর দিলেন সুরকারের কন্যা খতিজা রহমান।

Advertisement

মোহিনীর সঙ্গে এআর রহমানের নাম জড়ানোর বিরুদ্ধেও কটাক্ষ করেছিলেন খতিজা। ফের এক বার বাবার জন্য গর্জে উঠলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব। এর কোনও ভিত্তি নেই। সমাজমাধ্যমে রহমান-কন্যা স্পষ্ট লেখেন, “দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করুন।”

রহমানের বিচ্ছেদের ঘোষণার পরেও কড়া ভাষায় সরব হয়েছিলেন খতিজা। মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, “সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।” যদিও নাম না করে তোপ দেগেছিলেন তিনি। সেই সময় রহমানের ছেলেও গুজবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন আমিন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বৃথাই দু’টি মানুষের বিচ্ছেদের মধ্যে যোগ খোঁজা হচ্ছে। কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছিলেন তিনি। আমিন তাঁর পোস্টে লিখেছিলেন, “আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধু নিজের কাজের জন্য নয়, তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement