Entertainment News

মুক্তির আগেই সাফল্য পেল পরমব্রত-রাইমার ‘রিইউনিয়ন’

পুরনো বন্ধুদের একসঙ্গে ফ্রেমবন্দি করেছেন পরিচালক মুরারী এম রক্ষিত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেন। চলতি বছর নভেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৩
Share:

পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেন।

‘রিইউনিয়ন’।নামটা শুনে কী মনে হচ্ছে? সহজ বাংলায় যাকে বলে পুনর্মিলন। আর তা যদি বন্ধুদের পুনর্মিলন হয়, তবে?

Advertisement

পুরনো বন্ধুদের একসঙ্গে ফ্রেমবন্দি করেছেন পরিচালক মুরারী এম রক্ষিত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেন। চলতি বছর নভেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি। তার আগেই সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ‘রিইউনিয়ন’। আগামী ৬ অক্টোবর সেখানে ছবিটি দেখানো হবে বলে জানালেন পরিচালক।

মুরারীর এটাই প্রথম ছবি। ভাবনা, গল্প, চিত্রনাট্য, পরিচালনা সবই তাঁর। তিনি শেয়ার করলেন, ‘‘আসলে এটা বন্ধুদের গল্প। এর কোনও ভৌগোলিক সীমা নেই। আমরা যখন ইউনিভার্সিটি হস্টেলে থাকতাম তখন তো দেখেছি। সে সময় এত টিভি চ্যানেল বা সোশ্যাল মিডিয়া ছিল না। হিউম্যান কানেকশন অনেক বেশি ছিল। দর্শক রিলেট করতে পারবেন।’’

Advertisement

আরও পড়ুন, বিয়ে কবে? রাইমা বললেন…

রাইমার কথায়,‘‘আগামী ৪ অক্টোবর আমি আর পরম তো যাচ্ছি ওখানে। খুব ডিফারেন্ট ছবি। ডিরেক্টর ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ নন। এটা ওঁর প্রথম ছবি। কিন্তু প্যাশনেটলি লিখেছেন নিজে। আমি অ্যাকসেপ্ট করেছিলাম কারণ গল্পটা খুব সুন্দর। কলেজের বন্ধুদের নিয়ে। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দেখানো হবে। ২০ বছর পর দেখা হয় বন্ধুদের। কী ভাবে সব বদলে গিয়েছে, জীবন বদলে গিয়েছে। বেসিক্যালি বন্ধুত্বের গল্প। পলিটিক্স, লয়ালটি, লভ, অনেক ডিফারেন্ট টপিককে টাচ করেছে। তবে সত্যি বলতে কি, আমার একটা ভয় ছিল। নতুন তো…। স্ক্রিপ্টটা ভাল হতেই পারে। কিন্তু এগজিকিউশনটাও খুব গুরুত্বপূর্ণ। পরে ডাবিং করলাম যখন খুব ভাল লেগেছে। সেই ভয়টা আর নেই। আমি এখনও ফিল্মটা দেখিনি। কিন্তু যতটা ডাবিং করেছি মনে হয়েছে ভাল হবে ছবিটা।’’

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement