Mimi Chakraborty

Father's Day 2021: পিতৃদিবসে স্মৃতিমেদুর মিমি, বাবাকে রান্না করে খাওয়ানোর কথা মনে পড়ছে সাংসদ-অভিনেত্রীর

বাবার সঙ্গে মিষ্টি খুনসুটির অবকাশও তাই কমেছে। ইনস্টাগ্রামে বাবা অরুণ চক্রবর্তীর সঙ্গে ছবি দিয়ে অতীত মনে করেছেন মিমি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৫:১৩
Share:

বাবার সঙ্গে মিমি।

জুন, ২০। বাবাদের দিন। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পিতৃদিবস। বাবার সঙ্গে কাটানো ভালবাসার মুহূর্তরা সকাল থেকে স্মৃতি হয়ে ভেসে উঠছে নেটমাধ্যমে। সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও বিশেষ দিনে ছবি দিয়েছেন তাঁর বাবার সঙ্গে।

মিমির পৈতৃক বাড়ি জলপাইগুড়িতে। কাজের জন্য অনেক আগেই নিজের শহর ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন তিনি। সময় গড়িয়েছে, এসেছে একের পর এক দায়িত্ব। অভিনয়, রাজনৈতিক কর্তব্যের ব্যস্ততা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সুযোগ প্রায় নেই। বাবার সঙ্গে মিষ্টি খুনসুটির অবকাশও তাই কমেছে। ইনস্টাগ্রামে বাবা অরুণ চক্রবর্তীর সঙ্গে ছবি দিয়ে অতীত মনে করেছেন মিমি। সেই অতীতে ছিল অফুরান সময়। মিমি তখন নিত্যনতুন পদ রান্না করে বাবাকে খাওয়াতেন। স্মৃতি হাতড়ে অভিনেত্রী লিখেছেন, “বাবা, কেক তৈরি করে তোমায় খাইয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর কথা খুব মনে পড়ে। আমি যা-ই রান্না করি বা বেক করি, তুমি সেটাকে কখনও খারাপ বলোনি।”

মিমির দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি প্রেক্ষাপটে বাবার গলা জড়য়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সময়ের নির্দিষ্ট উল্লেখ না থাকলেও সম্ভবত অতীতে ছুটি কাটাতে যাওয়ার সময়ের ছবি এটি। বাবা-মেয়ের জুটি দেখে আবেগপ্রবণ মিমির অনুরাগীরা। পোস্টের মন্তব্য বাক্সে বাবাকে নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement