প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্কর ক্ষতির মুখে ফারহান। ছবি: সংগৃহীত।
ইন্দওরের একটি কলেজ ফেস্টে গাইতে যাওয়ার কথা অভিনেতা গায়ক ফারহান আখতারের। তাঁর একটি ব্যান্ড রয়েছে, নাম ফারহান লাইভ। দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন তাঁরা। কথা ছিল ইন্দওরের সুশীলা দেবী বনসল কলেজে অনুষ্ঠান করবেন। কিন্তু তাঁর আগেই ঘটে গেল অঘটন।
আচমকা ধুলোঝড়ে ভেঙে গুঁড়িয়ে গেল ফারহানের অনুষ্ঠানের মঞ্চ। উড়ে গিয়েছে ত্রিপল, বড় বড় মিউজিক বক্স গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মঞ্চের চারপাশের থাকা লোহার ফেনসিং পড়ে একেবারে লন্ডভন্ড অবস্থা। আগামী ২১ এপ্রিল অনুষ্ঠান করার কথা ছিল ফারহানের। তাঁর আগেই ৫ এপ্রিল এই প্রাকৃতিক দুর্যোগ। তবে এখনও পর্যন্ত কোনও রকম হতাহতের খবর নেই।
একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানেই দেখা যাচ্ছে, ঝড়ে লন্ডভন্ড গোটা অনুষ্ঠান মঞ্চ। কেউ বলছেন, ‘‘গেল গেল, সব গেল,’’ কেউ বলছেন, ‘‘কারও লাগেনি তো।’’ তবে শিল্পীর শো বাতিল করা হয়নি। হাতে এখনও অনেকটাই সময় রয়েছে। ২১ এপ্রিলের আগে ফের মঞ্চ তৈরিতে হাত লাগিয়েছে কলেজ কর্তৃপক্ষ।