Farhan Akhtar

তিন বছর পর অভিনয়ে ফিরলেন ফারহান, তবে কি পিছিয়ে যাবে ‘ডন ৩’?

অভিনয়ে ফিরলেন ফারহান আখতার। নতুন ছবির শুটিংও শুরু করলেন। ‘ডন ৩’-এর কাজ পিছবে বলে গুঞ্জন শুরু হয়েছে বলিউডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৭
Share:

ফারহান আখতার। — ফাইল চিত্র।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ফারহান আখতার। ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ এক বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বুধবার নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা।

Advertisement

ফারহান অভিনীত ছবিটির নাম ‘১২০ বাহাদুর’। নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ছবির প্রেক্ষাপট রেজ়াংলা উপত্যকার (এখন ‘রেচিংলা’) যুদ্ধ। ছবির নাম ঘোষণা করতে একটি পোস্টার প্রকাশ করেছেন ফারহান। সেখানে দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে রয়েছেন একা সৈনিক। ফারহান লেখেন, ‘‘তাঁরা যা অর্জন করেছিলেন, কোনও দিন ভোলা সম্ভব নয়। মেজর শয়তান সিংহ ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির বীরগাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত।’’

এর আগে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এ বার শয়তান সিংহ ভাটির চরিত্রে ফারহান কী চমক হাজির করেন, তা দেখার অপেক্ষায় দর্শক। ছবিটি পরিচালনা করছেন ‘ধকড়’ খ্যাত পরিচালক রজনীশ ঘাই। বুধবার লাদাখে ছবির শুটিং শুরু হয়েছে।

Advertisement

ফারহান আবার অভিনয়ে ফিরছেন বলে অনুরাগীরা খুশি, কিন্তু অন্য প্রশ্নও উঠছে। এর আগে শোনা গিয়েছিল, ‘ডন ৩’ ছবির প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। আগামী বছরের শুরুতে ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু ফারহান নিজে অভিনয়ে ব্যস্ত হয়ে গেলে, ‘ডন ৩’-এর মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement