Bigg Boss 16

‘বিগ বস’ থেকে বেরিয়ে স্বস্তির নিশ্বাস, ফারহার সঙ্গে বার্গারে মজে সাজিদ, কী পরিকল্পনা এর পর?

সাজিদের সামনে অনেক কাজ। পরিচালনাতেই দেখতে চান নিজেকে। ‘বিগ বস’ মঞ্চে যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চাইলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৬:২৬
Share:

সোমবার সকালে দিদি ফারহা খানের সঙ্গে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ় খেতে দেখা গেল সাজিদ খানকে। ছবি: ইনস্টাগ্রাম।

বিতর্ক, চেঁচামেচি, কান্নাকাটি মুলতুবি রেখে ‘বিগ বস ১৬’ ছেড়ে বেরিয়ে এসেছেন সাজিদ খান। বুক ভরে শ্বাস নিচ্ছেন খোলা বাতাসে, যেন মুক্তির স্বাদ। সোমবার সকালে দিদি ফারহা খানের সঙ্গে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ় খেতে দেখা গেল সাজিদ খানকে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ় দিলেন দু’জনে। তাঁদের আনন্দের মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। সাজিদ, ফারহা ছাড়াও রয়েছেন গায়ক তথা কুস্তিগির আব্দু রোজ়িক। তিনিও সদ্য নিজেকে মুক্ত করেছেন ‘বিগ বস’ থেকে।

Advertisement

এ দিকে ‘বিগ বস’ থেকে বেরোনোর আগে রবিবার সাজিদ জোড়হাতে বলেছেন, “আমায় ক্ষমা করে দেবেন প্লিজ়। যার যার সঙ্গে ঝামেলায় জড়িয়েছি সবার কাছে দুঃখপ্রকাশ করছি। আসলে আমায় তোমরা প্রত্যেকে সহযোগিতা করেছ। কৃতজ্ঞ থাকব।”

গত বছর অক্টোবরে শুরু হয়েছিল সলমন খান পরিচালিত রিয়্যালিটি শো। সাজিদকে ‘বিগ বস ১৬’-র মঞ্চে দেখেই খেপে উঠেছিলেন মহিলারা। তাঁর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন অনেকেই। ফারহা সাজিদকে সমর্থন করে যাওয়ায় তাঁকে নিয়েও কাদা ছোড়াছুড়ি চলে। তবে সব কিছুর অবসান সাজিদের বেরিয়ে আসায়। আপাতত ছবি পরিচালনায় মন দিতে চান তিনি। তাঁর নতুন ছবিতে অভিনয় করছেন রীতেশ দেশমুখ, শেহনাজ় গিল, নোরা ফতেহি এবং জন আব্রাহামের মতো তারকারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement