ayat sharma

‘এ তো ছোট সলমন’ আয়াতের ছবি পোস্ট হতেই ভাইরাল

সেই পোস্টে অর্পিতা লেখেন ‘উই লাভ ইউ মামু’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৫:৪০
Share:

হোলির জন্য আয়ুষ শর্মা তাঁর স্ত্রী অর্পিতার সঙ্গে মেয়ে আয়াতের ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে।

আয়াতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল। নেটাগরিকদের বক্তব্য ‘আয়াতকে তার মামা সলমন খানের মতোই দেখতে’। কেউ বলেছেন, ‘এ যেন ছোট সলমন’।

Advertisement

হোলির জন্য আয়ুষ শর্মা তাঁর স্ত্রী অর্পিতার সঙ্গে মেয়ে আয়াতের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। আর সেটা দেখার পরেই নেটাগরিকদের মধ্যে ঊত্তেজনা দেখা দেয়। সকলেই বলতে শুরু করেন ছোট আয়াত তার ‘মামু’ সলমনের মতো দেখতে হয়েছে। শুধু চেহারার মিল নয়। সলমন আর আয়াতের জন্মদিনও এক। দুজনেই ২৭ ডিসেম্বর জন্মেছেন।

বেশ কিছু দিন আগে অর্পিতা একটি ভিডয়ো পোস্ট করে যাতে দেখা যায় সলমন আয়াতকে আদর করছেন। সেই পোস্টে অর্পিতা লেখেন ‘উই লাভ ইউ মামু’।

Advertisement

আরও পড়়ুন: ‘ব্রহ্মা জানেন...’-এর গল্পের সঙ্গে অদ্ভুত মিল দেবারতির ‘দিওতিমা’র! আইনি লড়াইয়ের তোড়জোড়

পুত্রসন্তানের প্রথম ছবি প্রকাশ করলেন পরিচালক পাভেল

এর আগে জানা গিয়েছিল, অর্পিতা এবং আয়ুশ নাকি সলমনের জন্মদিনকেই দ্বিতীয় সন্তানের জন্মদিন হিসেবে বাছতে চলেছেন। সেই মতো নাকি ডাক্তারের সঙ্গেও চলছিল নিয়মিত প্ল্যানিং। সলমনও কম যান না। ওই বিশেষ দিনে বোনের সঙ্গে সময় কাটানোর জন্য তাঁর বার্থডে স্পেশাল ফার্ম হাউজ পার্টি প্ল্যানিং-ও বাতিল করেছিলেন ভাইজান। যদিও অর্পিতা এবং আয়ুশের প্রথম সন্তান আহিলের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement