Shah Rukh Khan

Shah Rukh Khan: বাদশা নেই, রয়েছেন ভক্তরা, ভিডিয়োয় ‘মন্নত’-এর সামনের দৃশ্য আনন্দবাজার অনলাইনে

জন্মদিনে বাড়িতে নেই শাহরুখ। কিন্তু নিয়ম মেনেই রয়েছেন তাঁর ভক্তরা। উচ্ছ্বাসে, আবেগে গলা ফাটাচ্ছেন তাঁরা।

ভিডিয়ো: অমিত দে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৭:৪৮
Share:
Advertisement

‘মন্নত’-এর সামনে অজস্র মানুষের ভিড়। সেই সকাল থেকে ব্যান্ড স্ট্যান্ডের রাস্তায় ঠায় দাঁড়িয়ে তাঁরা। শাহরুখ খান তাঁর অট্টালিকার বারান্দায় আসবেন। এসে একবার হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে। হাসবেন। এই আশাতেই প্রহর গুনেছেন তাঁরা। ৫৬ তম জন্মদিনে বাড়িতে নেই শাহরুখ। কিন্তু নিয়ম মেনেই রয়েছেন তাঁর ভক্তরা। উচ্ছ্বাসে, আবেগে গলা ফাটাচ্ছেন তাঁরা। ‘শাহরুখ খান! শাহরুখ খান!’ — আরব সাগরের গর্জন চিরে ভেসে আসছে ভক্তদের উল্লাসধ্বনি। প্রিয় তারকার কাছে এ ভাবেই ভালবাসা পৌঁছে দিচ্ছেন তাঁরা।

অন্যান্য বছরের চেয়ে শাহরুখের এই জন্মদিনটা একটু আলাদা। ঝড় বয়ে গিয়েছে পরিবারের উপর। দু’দিন আগে জেলে থেকে ফিরেছেন ছেলে আরিয়ান। তাই এ বার আর ভক্তদের সামনে এলেন না শাহরুখ। বারান্দায় এসে হাত নাড়লেন না চেনা ভঙ্গিতে। শোনা যাচ্ছে, পরিবারকে নিয়ে আলিবাগের বাগানবাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। তবে প্রত্যেক বছরের মতো এ বার ভক্তদের জন্য জল-খাবার পাঠিয়ে দিয়েছেন বাদশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement