Ranbir Kapoor

Ranbir-Alia Wedding: বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন রণবীর-আলিয়া, চর্চায় ব্যস্ত অনুরাগীরা

আলিয়া ভট্ট নিজের মুখে বলেছেন, “আমি যখন সত্যি বিয়ে করব, হয়ত মানুষ জন তখনও সেটাকে গুজবই ভাববে, তবে সেটা আমার জন্য ভাল।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৬:৫১
Share:

আলিয়া এবং রণবীর

ভিকি-ক্যাটের পরে রণবীর-আলিয়া। বিনোদনের দুনিয়ায় ফের বিয়ের মরসুম। এবং ফের দেদার চর্চা, জল্পনা, গুজব। প্রথম থেকেই তাঁদের বিয়ের তারিখ নিয়ে সংশয় ছিল। গত দু’বছর ধরে নানা সময়ে ‘রালিয়া’র বিয়ের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দিন কয়েক আগে অভিনেত্রী আলিয়া ভট্ট নিজের মুখে বলেছেন “আমি যখন সত্যি বিয়ে করব, হয়তো মানুষ তখনও সেটাকে গুজবই ভাববে, তবে সেটা আমার জন্য ভাল ব্যাপার”।

Advertisement

বিয়ের তারিখ নিয়ে বিপুল জল্পনার পরে শেষমেশ আলিয়ার কাকা রবিন ভট্ট জানিয়েছেন, ১৪ এপ্রিল সাত পাক ঘুরবেন ‘রণলিয়া’। কিন্তু মধুচন্দ্রিমায় কোথায় যাবেন দম্পতি? তাঁরা মুখে কুলুপ আটলেও কপূর পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রথমে দক্ষিণ আফ্রিকার জঙ্গলে যাওয়ার ভাবনা ছিল দু’জনের। কিন্তু বাধ সাধল রণবীরের নতুন ছবি ‘অ্যানিমাল’-এর কাজ। ২১ এপ্রিল থেকেই নতুন ছবির কাজে ফিরতে হবে রণবীরকে। তবে ছবির কাজ শেষ হলেই কি দক্ষিণ আফ্রিকার জঙ্গলে হারিয়ে যাবেন নবদম্পতি? আপাতত সেই খবরেরি অপেক্ষায় অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement