ena saha

Ena Saha: কোরীয় ছবির নায়িকা হচ্ছেন এনা! প্রযোজনায় জ্যাকি চ্যানের সহকারী

প্রযোজিকার কথায়, ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তাঁর এবং দুই নায়কের চরিত্র।

Advertisement

নিজস্ব  প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১১:১২
Share:

এক ভারতীয় রানির ভূমিকায় এনা।

বাংলা ছবির পাশাপাশি বলিউডে পা রাখছেন টলিউডের অনেকেই। ভিন্ন পথে হাঁটছেন এনা সাহা। টলি পাড়ার খবর, একের পর এক বাংলা ছবির প্রযোজনার পাশাপাশি তিনি পা রাখতে চলেছেন কোরীয় ছবির দুনিয়ায়। আনন্দবাজার অনলাইনকে এনা জানিয়েছেন, নতুন বছরে নতুন ভাবে নিজেকে মেলে ধরার কথা ভাবছেন তিনি। সব ঠিক থাকলে খুব শিগগিরিই কোরীয়ছবির নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। ছবির সহ-প্রযোজক কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি ছবিতে তিনি অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। এনার বিপরীতে থাকবেন কোরিয়ার প্রথম সারির দুই নায়ক।

Advertisement

কেমন হবে ছবির গল্প? বাংলা ছবির কনিষ্ঠতম প্রযোজিকার কথায়, ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তাঁর এবং দুই নায়কের চরিত্র। তিনি এক ভারতীয় রানির ভূমিকায়। বিপরীতে দুই রাজা। ফলে, ডাবিং করতে হবে না তাঁর সংলাপ। সম্ভবত এনার মুখে হিন্দি সংলাপই শোনা যাবে।

শুধু গল্প বা নায়িকা নির্বাচনেই নয়, শ্যুটিংয়েও থাকবে ভারতের ছোঁয়া। শোনা যাচ্ছে, ছবির ৪০ শতাংশ শ্যুট হবে এ দেশে। ৬০ শতাংশ কোরিয়ায়। জানুয়ারির শেষে চুক্তি সই করবেন প্রযোজিকা-অভিনেত্রী। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি থেকেই শ্যুট শুরু হবে।

Advertisement

কথায় কথায় এনা ফাঁস করেছেন আর এক কথাও। আপাতত তিনি ব্যস্ত তাঁর পরের ছবি 'মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি' ছবিটি নিয়ে। পরিচালক শিলাদিত্য মৌলিক জানিয়েছেন, পুরোদমে শ্যুট চলছে। জানুয়ারি মাসেও চলবে শ্যুটিং। নতুন বছরে এনার ঝুলিতে রয়েছে ‘ডাক্তার কাকু’-র মতো তারকাখচিত ছবি। পরিচালনায় পাভেল। বাবা-ছেলের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋদ্ধি সেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement