Love Relation

Bangladeshi Actor Relationship: বিয়ে হয়নি, কিন্তু আমরা সম্পর্কে আছি... জন্মদিনে নায়িকা-প্রযোজকের প্রেম প্রকাশ্যে

প্রেম করছেন তাঁরা। ববি আর সাকিব সনেটের প্রেমের কাহিনি প্রকাশ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৩:০০
Share:

সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন ববি-সাকিব।

ইয়ামিন হক ববি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ববির সঙ্গে প্রযোজক সাকিব সনেটের প্রেমের গুঞ্জন অনেক দিনের। শোনা গিয়েছিল তাঁরা বিয়েও করেছেন। কিন্তু, নায়িকা বা প্রযোজকের কেউই এ কথা কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি। অন্য দিকে, সাকিবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে নায়িকার।

Advertisement

অবশেষে এত দিনের জল্পনায় পড়ল সিলমোহর। বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। আর এই বিশেষ দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সাকিব-ববি।

জন্মদিনের শুভেচ্ছা জানাতেই নিজেদের ছবি একসঙ্গে ভাগ করে নেন সাকিব। যে পোস্ট তাঁদের বিশেষ সম্পর্কের ইঙ্গিত।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ যোগাযোগ করে সনেট এবং ববির সঙ্গে। দু’জনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। ববি বলেন, “ও এমন পোস্ট করবে, ভাবিনি। তবে এতটুকু বলতে পারি, আমাদের এখনও বিয়ে হয়নি। প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। এক নতুন সম্পর্কের যাত্রা শুরু হয়েছে।”

এই মুহূর্তে ববির হাতে একগুচ্ছ কাজ। শেষ হয়েছে ‘পাপ পুণ্য’, ‘এ বার তোরা মানুষ হ’ নামের দু’টি ছবির শ্যুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement