‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর তিন অভিনেতা।
টলিউেডে বিভিন্ন গোয়েন্দা চরিত্রের ভিড়ে দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন ‘সোনাদা’। ধ্রব বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম ছবি ‘গুপ্তধনের সন্ধানে’তেই নজর কেড়েছিলেন। পরের ছবি অর্থাত্ দিন কয়েক আগে মুক্তি পাওয়া ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এও সেই সাফল্য ধরে রাখল গোটা টিম।
প্রযোজনা সংস্থা সূত্রে খবর, প্রথম তিন দিনে প্রায় এক কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছে ছবিটি। পশ্চিমবঙ্গে ৩৫টি এবং জাতীয় স্তরে চারটি সিনেমা হল হাউজফুলেরও রেকর্ড করে এই ছবি।
বাংলার ১৭৫৭ সালের গুরুত্ব হোক, বাঙালির প্রাণের উত্সব দুর্গাপুজো বা দৈনন্দিনে জড়িয়ে থাকা চালচিত্র, জড়িয়ে রয়েছে এই ছবির অনুসঙ্গে। আবির চট্টোপাধ্যায়, ইশা সাহা, অর্জুন চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক। এ ছবির প্রথম পর্বের শুটিং হয়েছিল কলকাতাতেই। আউটডোর শুটিং হয়েছে ঝাড়গ্রামে। মিউজিকের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। চিত্রগ্রাহক সৌমিক হালদার।
আরও পড়ুন, অভিনেত্রী না হলে কোন পেশা বেছে নিতেন মিশমি?
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)