Monalisa

Monalisa: বিকিনিতে ‘দুপুর ঠাকুরপো’-র ঝুমা বৌদি, গোয়া মাতাচ্ছেন ‘ওয়াটার বেবি’ মোনালিসা

ভোজপুরী চলচ্চিত্র জগৎ কাঁপানো অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা উষ্ণতা ছড়াচ্ছেন গোয়ায়। তাঁর নতুন ছবির ভাণ্ডারে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৫:৩২
Share:

গোয়ায় মোনালিসা

ভোজপুরী চলচ্চিত্র জগৎ কাঁপানো অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা উষ্ণতা ছড়াচ্ছেন গোয়ায়। তাঁর নতুন ছবির ভাণ্ডারে মুগ্ধ তাঁর অনুরাগীরা। বাংলা ছবির জগতে ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় কিস্তিতে ‘ঝুমা বৌদি’ হিসেবে জনপ্রিয় মোনালিসা তাঁর স্বামী, ভোজপুরী অভিনেতা বিক্রম সিংহ রাজপুতের সঙ্গে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন।

Advertisement

কখনও শ্যাওলা রঙের বিকিনি, কখনও নীল রঙের বিকিনি টপ ও স্কার্টে, কখনও আবার হালকা নীল চাপা পোশাক পরে গোয়া মাতাচ্ছেন মোনালিসা। স্বামীর সঙ্গে একাধিক মজার রিল ভিডিয়ো বানিয়ে অনুরাগীদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছেন যেন। সম্প্রতি ‘চুরা কে দিল মেরা’ গানে নেচে দেখালেন তারকা দম্পতি।

নেটাগরিকদের নজর কেড়েছেন শ্যাওলা রঙের বিকিনিতে লাস্যময়ী মোনালিসা। সুইমিং পুলের ধারে বসে রয়েছেন সেই ছবি চারটিতে। তাঁর উন্মুক্ত পিঠ ও পায়ে রোদের আলো এসে পড়েছে। কোনও ছবিতে আবার তাঁর পা ভিজছে জলে। কোনও ছবিতে তিনি পুলের ধারে আধশোয়া অবস্থায় পোজ দিয়েছেন ক্যামেরার দিকে।

Advertisement

তা ছাড়া গোলাপি রঙের হাতা কাটা ঝুলের পোশাক ও নীল রঙের বিকিনি টপ পরেও ছবি দিয়েছেন অভিনেত্রী। কখনও সমুদ্রের প্রেক্ষাপটে, কখনও আবার সুইমিং পুলের ধারে।

ছবিগুলির সঙ্গে লেখা, ‘ব্যস্ততা ভুলে আরাম করো।’ ছবির নীচে হ্যাশট্যাগে লেখা, ‘গোয়া’, ‘লাভ’, ‘রিল্যাক্স’, ইত্যাদি। সেখানেই নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে পরিচয় দিয়েছেন মোনালিসা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement