Ankush Hazra coronavirus lockdown

‘ছেলে অনেক খেটেছে’, জন্মদিনে অঙ্কুশকে কেন বললেন ঐন্দ্রিলা?

মন খারাপ অঙ্কুশের। বলছিলেন, “কিচ্ছু প্ল্যান হল না। কেক যে কাটব তাও তো সম্ভব হচ্ছে না। ডেলিভারি হচ্ছে না কেক।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৫:০৩
Share:

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলার জন্মদিন আজ, মঙ্গলবার। ইচ্ছা ছিল সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে কেক কেটে, অঙ্কুশের সঙ্গে জন্মদিন পালন করবেন। কিন্তু সে গুড়ে বালি! করোনার জেরে লন্ডনের প্ল্যান ভেস্তে গিয়েছে আগেই। আপাতত গৃহবন্দিই রয়েছেন ওঁরা দু’জন।

Advertisement

মন খারাপ অঙ্কুশের। বলছিলেন, “কিচ্ছু প্ল্যান হল না। কেক যে কাটব তাও তো সম্ভব হচ্ছে না। পৌঁছে দেওয়ারই লোক নেই।”

ইনস্টাগ্রামে যদিও রাত ১২টা বাজতেই ‘মোস্ট স্পেশাল পার্সন’ কে উইশ করেছেন অঙ্কুশ। নিজেদের ছবি দিয়ে বানিয়েছেন একটি কোলাজও। আর তাতেই খুশি ঐন্দ্রিলা। কমেন্টে লিখেছেন, “ছেলে অনেক খেটেছে।”

Advertisement

আরও পড়ুন- প্রিয়জনকে হারালেন সলমন, খান পরিবারে শোকের ছায়া

দেখুন অঙ্কুশের পোস্ট

#HappyBirthday 🤗🤗🤗

A post shared by Ankush (@ankush.official) on

বন্ধুবান্ধবের সারপ্রাইজ নেই, নেই উপহার, ঘুরতে যাওয়ার প্ল্যান। তাতে কষ্ট হলেও পুরনো ছবি খুঁজে খুঁজে অঙ্কুশের এই প্রচেষ্টাতে মন খারাপ অনেকটাই কেটেছে তাঁর। এই কোয়রান্টিনে আপাতত ঘরের কাজ করেই, অবকাশ কাটছে তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement